রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত, গুরুতর আহত আরেকজন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে পবা উপজেলার নওহাটা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মনসুর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শঙ্কর রায়। দুর্ঘটনায় আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশাহ। তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত শিক্ষক ও নিহতের মরদেহ উদ্ধার করেছে। আহত আসাদুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। আর শিব শঙ্কর রায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি মাথা, ঘাড় ও পায়ে আঘাত পেয়েছেন।'
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পবা থানার ওসি আরও জানান, তারা মাছ ধরার সরঞ্জাম নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। আসাদুজ্জামান তার স্কুটি চালাচ্ছিলেন, আর শিব শঙ্কর রায়ের পিঠে মাছ ধরার সরঞ্জাম ছিল। স্কুটির পেছনের চাকা ব্লাস্ট হয়ে যায়।
তিনি আরও বলেন, 'সকালের দিকে দুর্ঘটনা ঘটায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এই কারণে দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে দুর্ঘটনার কারণ জানা যাবে।'