এটা আমার মেয়ের বিড়াল, আমরা ওকে জিবু বলে ডাকি: পোষা বিড়াল সম্পর্কে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তাদের পরিবারের পোষা বিড়ালের সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
তারেক রহমানের সঙ্গে প্রায়ই তার পোষা বিড়ালটিকে দেখা যায়। বিশেষ করে যখন তিনি বিভিন্ন সময় লাইভ করেন তখন তাকে সঙ্গে নিয়ে মাঝে মধ্যে আসেন তারেক রহমান।
ফেসবুক পোস্টে বিড়ালটিকে 'রাজনৈতিক পরিবারের বিড়াল জিবু' বলে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।
তিনি বলেন, 'এটা আমার মেয়ের বিড়াল। আমরা ওকে জিবু বলে ডাকি।'
তিনি আরও বলেন, 'ওকে আমরা যখন নিয়ে এসেছিলাম, তখন বয়স ছয় সপ্তাহ ছিল, এখন প্রায় সাত বছর। তো বিড়ালটি এখন অবশ্য আমাদের সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।'