বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

আবারও বিসিবির সভাপতির দায়িত্বে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল। আজ রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বোর্ড পরিচালক নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।
পরে তাদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন তিনি।
একই নির্বাচনে দুজন সহ-সভাপতিও নিয়োগ দেওয়া হয়েছে যারা হলেন ফারুক আহমেদ এবং শাখাওয়াত হোসেন।
সামগ্রিক বিসিবি নির্বাচনের মতোই এই ফলও ছিল অনুমিত। নির্বাচন কমিশনের ঘোষণাটি তাই ছিল কেবলই আনুষ্ঠানিকতা।
এক সংবাদ সম্মেলনে ফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন আনুষ্ঠানিকভাবে আমিনুলকে সভাপতি হিসেবে ঘোষণা করেন।
আমিনুল প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন এ বছরের মে মাসের শেষ সপ্তাহে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। এবার ঢাকা বিভাগের পরিচালক পদে জয়ী হবার মাধ্যমে তিনি নিজের বিজয় নিশ্চিত করেন।
বিসিবির আগের বোর্ডে দুজন সহ-সভাপতি ছিলেন ফাহিম সিনহা এবং নাজমুল আবেদীন। ফাহিম এবার মনোনয়নপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করে নেন। অন্যদিকে, নাজমুল ঢাকা জেলা থেকে কাউন্সিলর হয়ে একই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন।
নবনিযুক্ত সহ-সভাপতি ফারুক আহমেদ এর আগে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন, এবং অন্য সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সম্প্রতি ক্রিকেট পর্যটন বিষয়ক সভাপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।