বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই যোগ দিলেন বিজিবিতে
১৪ বছর আগে কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে প্রাণ হারানো কিশোরী ফেলানি খাতুনের ছোট ভাই এবার বিজিবিতে চাকরি পেয়েছেন।
২১ বছর বয়সী আরফান হোসেন চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কুড়িগ্রামে বিজিবি-১৫ ব্যাটালিয়নের আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আনুষ্ঠানিকভাবে আরফানকে নিয়োগপত্র প্রদান করেন।
তিনি বলেন, ফেলানির পরিবার সবসময়ই বিজিবির পাশে থেকেছে। আরফান আগামী ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করবে। আমরা আশা করি, সে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে গর্বিত সদস্য হিসেবে দেশসেবা করবে।
ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে বিজিবি সীমান্তে সব সময় সতর্ক ও সচেষ্ট রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম-কোচবিহার সীমান্তে ১৫ বছরের ফেলানী বিএসএফের গুলিতে নিহত হন। কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত তার মরদেহের ছবি দেশ-বিদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল।
