দ্রুত পুনঃফলাফল প্রকাশের দাবিতে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মানববন্ধন

দ্রুত পুনঃফলাফল প্রকাশ, নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ এবং নিয়োগ কার্যক্রম শুরুর দাবিতে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।
প্রার্থীদের অভিযোগ, ২০২১ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর দীর্ঘ ৩ বছর ৭ মাসের প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৩০ জুন চূড়ান্ত ফল প্রকাশিত হয়। কিন্তু ফল প্রকাশের দুই মাস ১৬ দিন অতিক্রান্ত হলেও এখনো সুপারিশপ্রাপ্তদের নথি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। ফলে নিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা জানান, প্রকাশিত ফলে প্রায় ৩৭২ জন রিপিট ক্যাডার রয়েছেন। এ কারণে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর ধারা ১৭ সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও প্রক্রিয়াটি দীর্ঘসূত্রতায় পড়েছে। সচিব কমিটির অনুমোদন পেলেও বিপিএসসির মতামতের জন্য নথি আটকে আছে।
তাদের অভিযোগ, একদিকে ৪৮তম বিশেষ বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে ৪৪তম বিসিএসের নথি স্থগিত রাখা হয়েছে। এতে তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
মানববন্ধনে তিন দফা দাবি জানানো হয়—
১. চার বছরের দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে অনতিবিলম্বে পুনঃফলাফল প্রকাশের তারিখ ঘোষণা।
২. ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করা।
৩. ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ ও নিয়োগ সম্পন্নের পর পরবর্তী বিসিএস প্রার্থীদের সুপারিশ করা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সুপারিশপ্রাপ্ত ক্যাডার জানান, বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার বছর পার হলেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন না হওয়ায় তাদের জীবনে অনিশ্চয়তা ও মানসিক চাপ বেড়েছে। তারা আশা করেছেন, কমিশন মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেবে এবং তাদের অপেক্ষার অবসান ঘটাবে।