বিসিএসের প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আটক

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর স্টেশন এলাকা থেকে এক যুবককে আটক করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল (১৮ সেপ্টেম্বর) রাতে তাকে পঞ্চগড়গামী ট্রেন থেকে আটক করা হয়।
আটককৃত মহিবুল ইসলাম (২৫) পার্বতীপুর উপজেলার পালাশবাড়ি ইউনিয়নের উত্তর আত্রাই গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ডিবির ওসি রফিকুজ্জামান জানান, মহিবুলকে পার্বতীপুর স্টেশনের কাছে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ওই রাতেই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর কাছে হস্তান্তর করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, আসন্ন বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের খবর পেয়ে ডিএমপি গোপনে তদন্ত শুরু করে। এ খবর জানতে পেরে মহিবুল ঢাকা ছেড়ে নিজ এলাকায় পালানোর চেষ্টা করেন। গতকাল সকালে তিনি পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেসে করে পার্বতীপুর ফেরার উদ্দেশ্যে রওনা দেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তার যাত্রাপথ শনাক্ত করা হয়। এরপর রেলওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে দিনাজপুর ডিবির একটি দল বিরামপুর স্টেশন থেকে ট্রেনে ওঠে। পার্বতীপুর স্টেশনের কাছেই তাকে আটক করা হয়।