ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন, দেননি ১৪৯ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। ২৮টি পদের জন্য ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শিক্ষার্থীরা। এরমধ্য্যে ৫০৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৪৯ টি মনোনয়নপত্র জমা পড়েনি।
বুধবার (২০ আগস্ট) বিকেলে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি জানান, গতকাল পর্যন্ত আমরা মোট মনোনয়ন বিতরণ করেছিল ৬৫৮ টি। আজ বিকেল পর্যন্ত ৫০৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। ১৪৯ টি মনোনয়নপত্র জমা পড়েনি। এখনো হলের তথ্য পাওয়া যায়নি। হলের তথ্য পেলে ঠিক কত শিক্ষার্থী এসব হলে মনোয়নয়ন জমা দিয়েছেন তা জানা যাবে।
তিনি বলেন, কোন পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করবেন তা আগামীকাল জানা যাবে। আমরা প্রথমে মনোনয়নগুলো বাছাই করব, তারপর প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করব।
তিনি আরও বলেন, একটি হলের বিষয়ে অভিযোগ শুনতে পেয়েছেন। তার পরিপ্রেক্ষিতে একটা তদন্ত কমিটি গঠন করেছিলাম। তারা গতকাল রাতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু আমরা এই সিডিউলের কারণে রিপোর্ট দেখতে পারিনি। আমাদের ছয়টায় মিটিং আছে, তদন্ত কমিটির রিপোর্ট কী আসলো, আমরা সেটা দেখতে পারব।