বহুধাবিভক্ত হয়ে ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে গণতান্ত্রিক ছাত্রসংসদ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতা-কর্মীরা একাধিক ভাগে বিভক্ত হয়ে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
সংগঠনটির নেতা-কর্মীদের ঐক্যের মধ্যে দেখা দিয়েছে ফাটল। বাগছাসের অন্যতম শীর্ষ নেতা কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী স্বতন্ত্রভাবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর মনোনয়নপত্র জমা দিতে এসে এ তথ্য জানান তিনি।
স্বতন্ত্রভাবে এজিএস পদে ডাকসু নির্বাচন করার ব্যপারে মুদ্দাসসির দ্য বিজনেস স্টান্ডার্ডকে (টিবিএস)-বলেন, 'বাগছাসের নেতৃস্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতৈক্যের অভাবে তিনি আলাদাভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।'
এর আগে, গতকাল রাতে বাগছাসের আরেক কেন্দ্রীয় নেত্রী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা বাগছাস থেকে পদত্যাগ করেন এবং স্বতন্ত্রভাবে ডাকসু নির্বাচন করবেন বলে জানান।
তার আগে, লেজুরবৃত্তির অভিযোগ তুলে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক মোকতোসেন মুক্তার সোমবার (১৮ আগস্ট) বিকেলে বাগছাস থেকে পদত্যাগ করেন ।
একইদিনে বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার গ্রন্থনা ও প্রকাশনা সেলের সহ-সম্পাদক সাব্বির উদ্দিন রিয়ন সোমবার বাগছাস থেকে পদত্যাগ করেন এবং 'সমন্বিত শিক্ষার্থী সংসদ' নামক একটি প্যানেল থেকে ডাকসু নির্বাচন করার কথা ঘোষণা করেন।
পদত্যাগের কারণ হিসেবে মুক্তার ফেসবুকে লিখেন, ''লেজুড়বৃত্তিক রাজনীতির সঙ্গে আমার নীতি ও আদর্শ যায় না। তাই এটার বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট করে হল সংসদে লেজুড়বৃত্তিক রাজনীতির বিরুদ্ধে স্বতন্ত্র 'ভিপি' পদে প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছি।"
এছাড়া, বাগছাসের প্যানেল থেকে নির্বাচন না করে স্বতন্ত্র একটি প্যানেল (সমন্বিত শিক্ষার্থী সংসদ) থেকে জিএস পদে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার।
এজন্য মাহিনকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি থেকে বহিষ্কারও করা হয় । সব মিলিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভক্ত হয়ে মোটাদাগে তিনটি অংশে এবার ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে।
একটি অংশের নেতৃত্বে আছেন প্লাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, একটি অংশ নেতৃত্ব দিচ্ছেন সমন্বয়ক কাদের-বাকের এবং মাহিন সরকারের নেতৃত্বে আরও একটি অংশ দেখা যাচ্ছে।
এছাড়াও, এককভাবে বাগছাস এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মী ডাকসুতে অংশ নিবেন।
বাগছাসের কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুদ্দাসসির স্বতন্ত্রভাবে কেন ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, 'যে সব নেতা-কর্মীরা আমাদের সংগঠন থেকে পদত্যাগ না করে ভিন্ন প্যানেল বা স্বতন্ত্রভাবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।'