নির্বাচনী রোডম্যাপের খসড়া চলতি সপ্তাহে প্রকাশ: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে এবং চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, 'নির্বাচনী কর্মপরিকল্পনা এই সপ্তাহেই চূড়ান্ত করা হবে। আর চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে ইসি।'
তিনি আরও জানান, সীমানা নির্ধারণসংক্রান্ত ৮২টি আসনের বিষয়ে শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে টানা চার দিন চলবে।
ভোটকেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, 'এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে না। তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একইসঙ্গে, একটি বুথে যেখানে আগে ৫০০ ভোটার ভোট দিতেন, এখন থেকে সেখানে ৬০০ ভোটার ভোট দিতে পারবেন।'
ইসির সিনিয়র সচিব আরও জানান, নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করা ২২টি রাজনৈতিক দলের কার্যক্রম যাচাইয়ে মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে।
"যাদের আবেদন বাতিল হয়েছে, তাদের নির্দিষ্ট কারণ জানিয়ে দেওয়া হবে, কোন শর্ত পূরণে তারা ব্যর্থ হয়েছে তাও উল্লেখ করা হবে," বলেন তিনি।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, "এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এটি এখন আমাদের চিন্তার বিষয় নয়। এই পর্যায়ে আমাদের দায়িত্ব কেবল নির্বাচন পরিচালনা।"
তিনি আরও জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ ও সমন্বয় প্রক্রিয়া চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। এ জন্য ফোকাল পারসন নিয়োগ ও নির্দেশনা জারির কাজ শুরু হয়েছে।
ইসি সূত্র জানায়, আসন্ন নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ১৩ কোটিতে গিয়ে দাঁড়াতে পারে। গত সংসদ নির্বাচনে ভোটার ছিল ১২ কোটির বেশি এবং তখন ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র প্রয়োজন হয়েছিল।
আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে, অর্থাৎ রমজানের আগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রমজান মাস শুরু হবে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি।
আসনসীমা পুনর্নির্ধারণ শুনানি ২৪ আগস্ট থেকে
এদিকে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে দায়ের করা আপত্তি ও পরামর্শের ওপর আগামী ২৪ আগস্ট থেকে শুনানি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৮ আগস্ট) নির্বাচন কমিশন কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের সদর দপ্তরে এই শুনানি অনুষ্ঠিত হবে এবং ২৭ আগস্ট পর্যন্ত চলবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শুনানিতে সভাপতিত্ব করবেন। এ সময় চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবও উপস্থিত থাকবেন।
কমিশন জানিয়েছে, নতুন করে কোনো আপত্তি গ্রহণ করা হবে না এবং ১০ আগস্টের সময়সীমা শেষ হওয়ার পর জমা দেওয়া কোনো আবেদন বিবেচনা করা হবে না।
১০ আগস্টের শেষ সময় পর্যন্ত কমিশন ৮৩টি আসনের সীমানা সংক্রান্ত মোট ১,৭৬০টি আপত্তি ও পরামর্শ পেয়েছে। শুনানি শেষে কমিশনের আইন শাখা সংশ্লিষ্ট পক্ষগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে, যা জাতীয় নির্বাচনের আগে আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণের পথ প্রশস্ত করবে।
তফসিল অনুযায়ী, ২৪ আগস্ট কুমিল্লা অঞ্চল; ২৫ আগস্ট খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চল; ২৬ আগস্ট ঢাকা অঞ্চল এবং ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের আসনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে।