রাকসু নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তরসহ তিন দাবিতে শিক্ষার্থীদের গণঅনশন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরসহ তিন দফা দাবিতে গণঅনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সক্রিয় ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।
অনশনে বসা ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী মারুফ বলেন, 'আমরা সহস্রাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। প্রত্যেক শিক্ষার্থী একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মতামত অগ্রাহ্য করে নিজেদের মতো সিদ্ধান্ত নিচ্ছে।'
দাবি আদায় না হলে প্রয়োজনে লাশও বের হবে, তবুও অনশন ভাঙবেন না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, 'আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, হল থেকে ভোটকেন্দ্র সরিয়ে একাডেমিক ভবনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে, গণঅনশন চলবে। প্রয়োজনে এই ক্যাম্পাস থেকে আমাদের লাশ বের হবে, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে উঠব না।'
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, 'আজ আমরা তিন দফা দাবি নিয়ে এখানে বসেছি। এর আগেও রাকসুর অংশীজনরা বারবার জানিয়েছে, ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে করা হোক। কিন্তু অবাক হয়ে দেখলাম, প্রায় সকল অংশীজনের জোরালো আপত্তি সত্ত্বেও তারা নিজেদের মতো সিদ্ধান্ত বহাল রেখেছে। এর প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি।'