নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন হওয়া উচিত: জামায়াতের নায়েবে আমীর তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নভেম্বরের মধ্যেই আলাদাভাবে গণভোট সম্পন্ন হওয়া উচিত। তিনি বলেন, নভেম্বরে ফলাফল নিশ্চিত হয়ে গেলে এর ওপর ভিত্তি করেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এর আগে বাংলাদেশে ১৯ দিনের ব্যবধানেও গণভোট হওয়ার রেকর্ড আছে।
বুধবার (৮ অক্টোবর) এক আলোচনায় তিনি বলেন, 'জামায়াতে ইসলামীর অবস্থান পরিষ্কার- নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন।'
তাহের আরও বলেন, 'জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যেই গণভোট সম্পন্ন করা সম্ভব, শুধু আলাদা ব্যালট ছাপাতে হবে। একটা দলেরই শুধু নোট অব ডিসেন্ট। তারা বলে সংস্কার মানে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আবার নোট অব ডিসেন্ট দেয়।'
বিএনপির নোট অব ডিসেন্ট প্রসঙ্গে তিনি বলেন, 'একটি পার্টির নোট অব ডিসেন্ট তো পুরো জাতির ম্যান্ডেটের বিষয় হতে পারে না। নোট অব ডিসেন্ট মানেই পার্ট অব ডিসিশন নয়।'
জামায়াতের প্রতিনিধি শিশির মনির বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নে একটি আদেশ জারি হবে। সেই আদেশে গণভোটের উল্লেখ থাকবে এবং সংসদের দুটি ক্ষমতা থাকবে- একটি হচ্ছে গাঠনিক ক্ষমতা, যার মাধ্যমে সংবিধান সংশোধন হবে; পরে সংসদ হিসেবে কার্যকর হবে।'