জুলাই সনদের আইনগত ভিত্তির ওপর নির্বাচন করতে হবে: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।
বুধবার (১৩ আগস্ট) বিকালে রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগর জামায়াতের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে অনুষ্ঠানস্থল থেকে বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'আমরা নির্বাচনে যেতে চাই। তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলকেশন চাই, সিলেকশন নয়।'
তিনি আরও বলেন, 'এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকার আবার হরণ করার পাঁয়তারা চলছে। যদি সেরকম তৈরি করা নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে মানুষ জীবন ও রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে, ইনশাআল্লাহ।'
তাহের বলেন, 'আমাদের বন্ধুরা বলেন, সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করবে। আপনারা যদি পার্লামেন্টে গিয়েই করেন, তাহলে এখন করতে সমস্যা কী?'
তিনি আরও বলেন, 'অনেকে বলেন, পিআর বুঝি না। গতকাল এটা জরিপে দেখলাম ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তাহলে আমরা যারা রাজনীতিবিদ তারা বুঝি না, কিন্তু জনগণ তো বোঝে? যদি তারা না-ই বোঝে, তাহলে ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কেমনে? তার মানে আপনি বোঝেন না, সেটা ঠিক; নাকি বুঝতে চান না, সেটা ঠিক?'
প্রধান উপদেষ্টার উদ্দেশে তাহের বলেন, 'এটি সরকারের মৌলিক দায়িত্ব। প্রধান উপদেষ্টা, আপনি মালয়েশিয়ায় বলেছেন, একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন করবেন। …তাহলে সেই ব্যবস্থা গ্রহণ করুন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন, সংস্কারকে আইনি ভিত্তি দিন।'
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।