আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: ইসি

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ (১৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, 'রোডম্যাপে ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, সরঞ্জাম কেনাকাটা, দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইন-শৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভাসহ তফসিলের আগে-পরে প্রস্তুতির বিষয়গুলো থাকবে।'
এ সময় তিনি জানান, নির্বাচন কমিশন সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে যাতে তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে পারেন।
আখতার আহমেদ বলেন, 'ইসির রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করছি, আগামী সপ্তাহে আমাদের নির্বাচনী রোডম্যাপটি দিতে পারবো। আমাদের প্রস্তুতি সম্পর্কে ধারণা পাবেন।'
ইসি সচিব বলেন, 'বর্তমান কমিশন ২০২৫ সালের ডিসেম্বরকে নির্বাচনের সময় ধরে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা সাজিয়েছিল। এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ হওয়ার পর নতুন সময় ধরে কর্মপরিকল্পনাটির পরিমার্জন চলছে।'
এ সময় কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আগামী ১৮ অগাস্ট বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
এর আগে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন 'জুলাই গণ-অভ্যুত্থান দিবসে' প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।