সাভারে টিসিবির পণ্য পাচারের অভিযোগে পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

ঢাকার সাভারে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ওই পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ১৭-৩৭৮৩) জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৩৯) এবং তিনি পিকআপটির চালক বলে জানা গেছে।
আটক লিটন মিয়া শরীয়তপুর জেলার নড়িয়া থানার উত্তর হালিশহর এলাকার আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত পিকআপ থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। পিকআপটি থেকে টিসিবির ১,৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল (১০০ কার্টন), ১,৫০০ কেজি আটা (৩০ বস্তা), ৮০০ কেজি চিনি (১৬ বস্তা) ও ১,৩৫০ কেজি মসুর ডাল (২৭ বস্তা) জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তবে, টিসিবির এই পণ্যগুলো কোন ডিলারের নামে বরাদ্দ ছিল বা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি।
এ বিষয়ে ডিবি কর্মকর্তা মো. জালাল উদ্দিন মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, একটি ছোট ট্রাকে করে টিসিবির পণ্য পাচার হচ্ছে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যসহ পিকআপটি জব্দ করা হয়।"
তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পণ্যগুলো রাজাশন এলাকার আতিক নামের এক ব্যক্তির। তবে নির্দিষ্ট কোন ডিলারের পণ্য এবং এর গন্তব্য কোথায় ছিল, তা নিশ্চিত হতে আমাদের তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।"
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।