রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য পুতিনের জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করা আবশ্যক নয়: ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ না করলেও তার সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে রাজি আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, 'পুতিনকে অবশ্যই আগে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে হবে; শুধুমাত্র তাহলেই ট্রাম্পের সঙ্গে [পুতিনের] বৈঠক সম্ভব।'
তবে দ্রুত নিজের অবস্থান বদলান ট্রাম্প।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না, এটা [পুতিন-জেলেনস্কি সাক্ষাৎ] আর আবশ্যক নয়।'
তিনি আরও বলেন, 'তারা [রাশিয়া] আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আর হত্যাযজ্ঞ বন্ধের জন্য আমি যা পারি করব।'
এর আগে, জেলেনস্কি বেশ কয়েকবার পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
পুতিন বলেছেন, তিনি বৈঠকে বসার বিষয়ে 'নীতিগতভাবে' অসম্মত নন, তবে তা [বৈঠক] করার আগে 'নির্দিষ্ট কিছু শর্ত' পূরণ হওয়া জরুরি।
রুশ প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেনীয় প্রেসিডেন্টের মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে এবং সামরিক আইনকে কারণ হিসেবে দেখিয়ে তিনি এখন পর্যন্ত নতুন নির্বাচন দেননি।
এ কারণে মস্কো তাকে 'অবৈধ' ঘোষণা করেছে এবং তার কোনো চুক্তিতে সই করার আইনি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এর আগে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আগামী সপ্তাহেই ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক হতে পারে। পরে পুতিন সম্ভাব্য স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা বলেন।
এর পরপরই ট্রাম্প এসব মন্তব্য করেন।
এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে ইউক্রেন সংকট নিয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন।
ক্রেমলিন বৈঠককে 'গঠনমূলক' বলে উল্লেখ করে।
অন্যদিকে, হোয়াইট হাউস জানায় যে আলোচনা প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।
পরে ট্রাম্প বলেন, 'অনেক অগ্রগতি হয়েছে'; যদিও এখনও কোনো নির্দিষ্ট ফলাফল জানানো হয়নি।