স্পট মার্কেট থেকে আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

স্পট মার্কেট থেকে আরও এক কার্গো এলএনজি (লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির ২৭তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি উপস্থাপন করলে তা অনুমোদন দেওয়া হয় বলে অর্থ বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই অনুমোদনের মাধ্যমে ২০২৫ সালে স্পট মার্কেট থেকে মোট ৩৩ কার্গো এলএনজি কেনা হচ্ছে।
নতুন করে অনুমোদিত কার্গো সরবরাহ করবে কাতারভিত্তিক প্রতিষ্ঠান এম/এস কাতারএনার্জি ট্রেডিং এলএলসি। আগামী ৪ থেকে ৫ আগস্টের মধ্যে এই এলএনজি সরবরাহ করা হবে।
প্রতিষ্ঠানটি প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি ১৩.২৪ মার্কিন ডলারে সরবরাহ করবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৫৫৬,৭৬,৫০,৯০৫.৬০ টাকা (পাঁচশত ছাপ্পান্ন কোটি ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার নয়শত পাঁচ দশমিক ছয় শূন্য টাকা)।
এর আগে গত ৮ জুলাই কমিটি চলতি বছরে স্পট মার্কেট থেকে সর্বশেষ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড আগামী ২৮ বা ২৯ জুলাই ওই এলএনজি সরবরাহ করবে। প্রতিষ্ঠানটি প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি দিচ্ছে ১২.৬২ মার্কিন ডলারে। এক কার্গো এলএনজির মোট দাম পড়বে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা।
সেই হিসাবে আজ অনুমোদন পাওয়া কার্গো কিনতে সরকারকে প্রায় ২৫ কোটি টাকা বেশি ব্যয় করতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান সময়ে আন্তর্জাতিক বাজারে এলএনজির দামে বড় ধরনের পরিবর্তন আসেনি।
এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গণপূর্ত বিভাগের আরও দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপনের প্রস্তাব।