চাঁদপুরে খতিবকে কুপিয়ে জখম: স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর কারাগারে অভিযুক্ত

চাঁদপুরে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানকে কুপিয়ে জখম করার ঘটনায় করা মামলার আসামি মো. বিল্লাল হোসেন (৫০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে তিনি জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব আ ন ম নূর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে বিল্লাল হোসেনের বিরুদ্ধে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় খতিবের ছেলে আফনান তাকী বাদী হয়ে মামলা করেছেন।