টানা বৃষ্টিতে ঢাকায় জনজীবন বিপর্যস্ত, দেশজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কা

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে মুষলধারে বর্ষণ অব্যাহত রয়েছে; এতে জনজীবনে দেখা দিয়েছে চরম ভোগান্তি। একই সঙ্গে পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকিতেও রয়েছে দেশের বেশকিছু এলাকা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও কক্সবাজারের পার্বত্য এলাকায় তৈরি হয়েছে পাহাড়ধসের আশঙ্কা, একইসঙ্গে এসব অঞ্চলের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতাও তৈরি হতে পারে।
রাজধানীতে বৃষ্টি শুরু হয় গতকাল (৮ জুলাই) ভোররাত থেকে এবং তা একটানা এখনো চলছে। এতে একদিকে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে যানজট ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
এদিকে, চট্টগ্রামে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
বিরতিহীন বৃষ্টিতে ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে। সম্প্রতি ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র নিয়ে টানা তাপপ্রবাহে ভুগছিল রাজধানী। সোমবারের বৃষ্টিতে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসে।
তবে এই অবিরাম বৃষ্টিতে ঢাকার বস্তি ও জলাবদ্ধতাপ্রবণ এলাকায় বসবাসকারীরা পড়েছেন চরম অস্বস্তিতে। রাজধানীর কিছু এলাকায় ইতোমধ্যেই ড্রেন উপচে পানি বের হতে শুরু করেছে।
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) দেশব্যাপী পাঁচ দিনের বৃষ্টির সতর্কবার্তা জারি করেছিল। জানানো হয়েছিল, দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং এর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হতে পারে।