আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে ভারি বৃষ্টি, ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কা
রোববার (৬ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ফাইল ছবি: রাজীব ধর/টিবিএস
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারি (৮৮ মি.মি. বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (৬ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা এবং চট্টগ্রাম মহানগরীর কিছু কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।