যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (৪ জুলাই) প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, 'যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণকে ২৪৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক অভিনন্দন জানাই।'
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদার। গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় উভয় দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে দুই দেশের মধ্যে সহযোগিতা গত পাঁচ দশকের বেশি সময় ধরে গভীর ও বিস্তৃত হয়েছে।
বাণীতে আরও বলা হয়, 'আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে।'
প্রধান উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা, জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব খাতে যৌথ প্রচেষ্টা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।'
ভবিষ্যতে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশটির জনগণের শান্তি ও সমৃদ্ধি অব্যাহত থাকার প্রত্যাশা জানান।