‘গণতন্ত্র নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে’: নেতা-কর্মীদের সজাগ থাকার পরামর্শ তারেকের

গণতন্ত্রের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য দলের নেতা-কর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
তারেক বলেন, 'স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দেশে তিন দিন সরকার ছিল না। তখন আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম। তখন আপনারা জনগণের সঙ্গে ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছিলেন। এখনো আপনাদের দায়িত্ব শেষ হয়নি।'
'আমাদের অন্যতম দায়িত্ব হলো এলাকার যে প্রশাসন আছে, তারা যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইবে, তখন তাদের সহযোগিতা করতে হবে', বলেন তারেক।
তিনি বলেন, 'বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা গণতন্ত্রের চর্চা যেমন দলের মধ্যে করি, তেমনি গণতন্ত্রের চর্চা দেশের রাজনীতির মাঠেও দেখতে চাই। আমাদের সম্মেলনে কাউন্সিলররা যেমন ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারছেন, তেমনি দেশের সাড়ে ১২ কোটি ভোটার যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারেন। এর বিরুদ্ধে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে। সেই ব্যাপারে আমাদের সর্তক থাকতে হবে।'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'আমরা আকাশে-বাতাসে কিছু কথা শুনতে পাচ্ছি। শহীদ জিয়ার কর্মী হিসেবে, খালেদা জিয়ার কর্মী হিসেবে, বিএনপির কর্মী হিসেবে আমাদের এসব ব্যাপারে সজাগ থাকতে হবে।'