গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপের মৃত্যুর প্রায় ১ বছর পর পুলিশের মামলা

নারায়ণগঞ্জ শহরে জুলাই অভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপ (৬) নিহতের প্রায় এক বছর পর মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক রায়হান বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের দেড়শ' থেকে ২০০ জন অজ্ঞাত দুস্কৃতিকারী আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে মিছিলকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। এসময় গুলশান হলের পেছনে দীপক কুমারের ৫ তলা বাড়ির ছাদে রিয়া গোপ খেলা করার সময়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
তাকে প্রথমে ভিক্টোরিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ২৪ জুলাই মারা যান। রিয়া গোপের পরিবার বাদী হয়ে মামলা করবেন বলে জানানোর পরেও তারা আর মামরা করেনি। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ।
তিনি বলেন, ঘটনার সাথে জড়িত আসামিদের বিভিন্ন ছবি ও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে মামলা না করা প্রসঙ্গে রিয়ার মা বিউটি ঘোষ বলেন, 'মামলা করে কী হবে? কাদের নামে মামলা করব? রিয়াকে কারা মেরেছে আমরা জানি না। আমরা সৃষ্টিকর্তার ওপর বিচার ছেড়ে দিয়েছি।'
জানা যায়, দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া। দীপক স্থানীয় একটি রড-সিমেন্টের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করেন।
২০২৪ সালের ১৯ জুলাই দুপুরের খাবারের পর ছাদে খেলছিলো রিয়া। গোলাগুলির শব্দ শুনে রিয়াকে আনতে ছাদে যান দীপক। মেয়েকে কোলে নিতেই একটি গুলি রিয়ার মাথায় বিদ্ধ হয়। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর চারদিন সে বেঁচে ছিল। ২৪ জুলাই সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় গানশট ইনজুরি।