৪৬ দিনের বৃহত্তম অনলাইন দাবা প্রতিযোগিতা শেষে ম্যাগনাসের বিপক্ষে ড্র করলেন ১৪৩,০০০ প্রতিপক্ষ

যদিও দাবাড়ু ম্যাগনাস কার্লসেন একজন প্রতিপক্ষের বিরুদ্ধে অনেক সফল, বহু প্রতিপক্ষের মুখোমুখি হলেও তিনি নিজের জায়গা ধরে রাখতে জানেন।
পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কার্লসেন 'ম্যাগনাস বনাম দ্য ওয়ার্ল্ড' নামের একটি অনলাইন দাবা প্রতিযোগিতায় অংশ নেন। এতে সাধারণ মানুষ সর্বকালের অন্যতম সেরা দাবাড়ুর বিরুদ্ধে খেলতে পেরেছেন।
৪৬ দিন ধরে খেলা চলার পর ৩২ চালের মধ্যেই ম্যাচটি ড্র হয়। চেস.কম বলছে, এটি অনলাইনে অনুষ্ঠিত সবচেয়ে বড় দাবা প্রতিযোগিতা। 'কুইনের এন্ডগেম'-এ সাধারণ খেলোয়াড়রা একই চাল তিনবার করে দিয়ে ড্র নিশ্চিত করে। ফলে উভয় পক্ষই অর্ধ পয়েন্ট করে পায়।
ম্যাগনাস কার্লসেন ম্যাচ শেষে চেস.কম-কে বলেন, 'সারা ম্যাচ জুড়ে টিম ওয়ার্ল্ড খুবই সতর্ক ও বিচক্ষণ দাবা খেলেছে। শুরু থেকেই হয়ত তারা বেশি আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি, কিন্তু সাধারণ দাবার ধরন বজায় রেখেছে। সবসময় সেটাই সেরা কৌশল নাও হতে পারে, কিন্তু এবার ভালোই কাজ করেছে।'
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি চাল দেওয়ার জন্য উভয় পক্ষের ২৪ ঘণ্টা সময় ছিল। কার্লসেন প্রথম চাল দিলে, টিম ওয়ার্ল্ড ভোটের মাধ্যমে পরের চাল নির্বাচন করত।
টিম ওয়ার্ল্ড দলের পাঁচজন কোচ ছিলেন, যাদের মধ্যে প্রমীলা গ্র্যান্ডমাস্টার দিনা বেলেনকায়া ও গ্র্যান্ডমাস্টার বেনজামিন বক অন্যতম।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে, যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। মোট ভোট পড়েছে ৫ লাখের বেশি এবং ফোরামে হাজার হাজার আলোচনা হয়েছে। আগের বছর 'বিশি বনাম দ্য ওয়ার্ল্ড' ম্যাচে ৭০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছিলেন।
চেস.কম-এর কমিউনিটি প্রধান স্যাম কোপল্যান্ড ম্যাচ শেষে বলেন, 'আমাদের কমিউনিটির কাছ থেকে এত অসাধারণ আগ্রহ ও উন্মাদনা দেখে আমি সত্যিই আনন্দিত।'
তিনি আরও বলেন, 'এটি এক জীবনে একবার পাওয়া যায় এমন সুযোগ ছিল, যেখানে সব স্তরের খেলোয়াড়রা দাবা নিয়ে তাদের ধারণা প্রস্তাব, আলোচনা ও বিতর্ক করতে পেরেছেন সবার সেরা দাবাড়ুর বিরুদ্ধে। খেলোয়াড়দের মধ্যে সমন্বয় ও সহযোগিতা ছিল প্রশংসনীয়। আমরা ম্যাগনাসকে এই ম্যাচে অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা জানাই।'