প্রায় দুই ঘণ্টার ট্রাম্প-পুতিনের ফোনালাপ শেষ, আলোচনা ছিল “খোলামেলা ও গঠনমূলক”

ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত ফোনালাপ শেষ হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই আলাপের বিষয়বস্তু ছিল ইউক্রেন যুদ্ধ ও সম্ভাব্য শান্তিচুক্তির পথরেখা।
মার্কিন গণমাধ্যম সিএনএন ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আলাপটি ছিল "খোলামেলা ও গঠনমূলক"।
তাসের প্রতিবেদনে পুতিনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ফোনালাপে তিনি যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, "আমরা শান্তিপূর্ণ উপায়েই ইউক্রেন সংকটের সমাধান চাই। শুধু সবচেয়ে কার্যকর পথগুলো নির্ধারণ করা দরকার।"
পুতিন বলেন, "আলোচনাটি ছিল অত্যন্ত তথ্যবহুল, খোলামেলা এবং সামগ্রিকভাবে, আমার মতে, খুবই উপযোগী।"
এছাড়া, পুতিন মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন— রাশিয়া ও ইউক্রেনের সরাসরি সংলাপ আবার শুরু করতে সহায়তা করার জন্য।
পুতিন বলেন, "আমরা শত্রুতার অবসান এবং যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান শুনেছি, আর আমার পক্ষ থেকে রাশিয়ার শান্তিপূর্ণ সমাধান চাওয়ার কথা স্পষ্ট করেছি। এখন শুধু দরকার পরবর্তী পদক্ষেপগুলো চিহ্নিত করা।"
এদিকে পুতিনের সঙ্গে ফোনালাপের পরপরই তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প।
সেখানে তিনি লিখেছেন, "কিছুক্ষণ আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার দুই ঘণ্টার ফোনালাপ শেষ হয়েছে। আমি মনে করি আলোচনা অত্যন্ত সফল হয়েছে। রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যে যুদ্ধ বন্ধের দিকে এগোবে।"
এর আগে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেন বলে জানিয়েছে জেলেনস্কির কার্যালয়।
এই ফোনালাপ দুটি ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের জন্য নতুন কূটনৈতিক প্রয়াস নিচ্ছে। এখন দেখার বিষয়, এসব কথোপকথন বাস্তবে কতটা অগ্রগতি আনতে পারবে।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন সংঘাতে রাশিয়ার লক্ষ্য পূরণের জন্য মস্কো এখনো শান্তিপূর্ণ পথকেই পছন্দ করে।
পুতিন ও ট্রাম্পের ফোনালাপের আগে এক বিবৃতিতে পেসকভ জানান, ওয়াশিংটনের মধ্যস্থতাকেই তারা ইতিবাচকভাবে দেখছেন। তাঁর কথায়, "যদি মধ্যস্থতা সত্যিই আমাদের লক্ষ্যগুলো শান্তিপূর্ণভাবে অর্জনে সাহায্য করে, তবে তা অবশ্যই আমাদের কাছে শ্রেয়।"