চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা

দিনব্যাপী সফর শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সন্ধ্যায় ঢাকায় ফিরেন তিনি।
সফরকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। পরে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বন্দরের ভূমিকার ওপর গুরুত্বারোপ সেখানে এক সভায় বক্তব্য রাখেন তিনি।
এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন ড. ইউনূস এবং এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে যোগ দেন। অনুষ্ঠানে, চবি কর্তৃপক্ষ অধ্যাপক ইউনূসকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি লিট) উপাধিতে ভূষিত করে। চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার অধ্যাপক ইউনূসের হাতে ডি লিট সনদ তুলে দেন।
এ সময় মানবিকতা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য শিক্ষার্থীর আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি।'
তিনি বলেন, 'আমরা চাইলে আমাদের মতো করে এক নতুন বিশ্ব গড়ে তুলতে পারি।' তবে প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার- কেমন পরিবেশ ও সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায় সেই সম্পর্কে।
সমাবর্তনের পর হাটহাজারীতে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা ও জোবরা জাদুঘর পরিদর্শন করেন অধ্যাপক ইউনূস। এ ছাড়া হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে তার পৈতৃক বাড়ি পরিদর্শন করেন।
বুধবার সকালে তার নিজ জেলা চট্টগ্রাম সফর শুরু করেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সফর। প্রায় ১২ ঘণ্টার এই সফরে টানা ব্যস্ততায় শেষ করেন তিনি।