পোপের বেশে ছবি শেয়ার করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপের পোশাকে নিজের একটি এআই-সম্পাদিত ছবি শেয়ার করেছেন।
যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শনিবার (৩ মে) পোস্ট করা ছবিটিতে ট্রাম্পকে পোপের সাদা পোশাক, স্বর্ণের ক্রস এবং মাথায় মাইটার (খ্রিস্টান যাজকদের মাথায় পরিহিত কৌণিক টুপি বিশেষ) পরা অবস্থায় দেখা যায়। এছাড়া, পোপদের প্রচলিত আশীর্বাদসূচক ভঙ্গিমায় ট্রাম্পকে ডান হাত তুলে থাকতে দেখা যায় ছবিটিতে।
মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প পোপ হওয়ার ইচ্ছা প্রকাশ করে রসিকতা করেছিলেন। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি পোপ হতে চাই, এটাই আমার এক নম্বর পছন্দ।'
তিনি আরও বলেন, নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলান 'খুবই ভালো।' তবে ভ্যাটিকান পর্যবেক্ষকদের মতে, একজন আমেরিকান পোপ নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই কম।
গত ২১ এপ্রিল প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোম সফর করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি ছিল ট্রাম্পের প্রথম আন্তর্জাতিক সফর।
ট্রাম্পের শেয়ার করা এআই-সম্পাদিত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এটি মজার বলে মন্তব্য করলেও, অনেকেই এটিকে অশালীন বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, ট্রাম্প এভাবে প্রয়াত পোপকে উপহাস করেছেন।
এদিকে, ভ্যাটিকান নিশ্চিত করেছে, নতুন পোপ নির্বাচনের উদ্দেশ্যে আগামী ৮ মে সিস্টিন চ্যাপেলে গোপন ভোটের মাধ্যমে কার্ডিনালদের সম্মেলন (পাপাল কনক্লেভ) শুরু হবে। এতে সারা বিশ্ব থেকে কার্ডিনালরা অংশ নেবেন।
উল্লেখ্য, ট্রাম্প ও পোপ ফ্রান্সিসের মধ্যে আগেও বহুবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে—বিশেষ করে অভিবাসন ও সামাজিক ইস্যু নিয়ে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প কঠোর অভিবাসননীতি চালু করেন, যার মধ্যে ব্যাপক হারে বহিষ্কারের উদ্যোগ ছিল। এ নিয়ে ভ্যাটিকান থেকে কড়া সমালোচনা আসে।
চলতি বছর যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশপদের লেখা এক চিঠিতে পোপ ফ্রান্সিস অভিবাসন দমন নীতিকে 'একটি বড় সংকট' হিসেবে উল্লেখ করেন, যা অভিবাসীদের মর্যাদাকে আঘাত করে। অনিবন্ধিত অভিবাসীদের অপরাধী হিসেবে উপস্থাপন না করতে সতর্ক করেন তিনি।
দুই নেতার মধ্যে সম্পর্কের টানাপোড়েনের শুরু ২০১৬ সালে, যখন পোপ ফ্রান্সিস বলেন, যারা সেতু না তৈরি করে দেয়াল তোলে, তারা 'খ্রিস্টান নয়'। অনেকেই এই মন্তব্যকে ট্রাম্পের সীমান্ত দেয়াল নীতির প্রতি কটাক্ষ হিসেবে দেখেন।
জবাবে ট্রাম্প মন্তব্যটি 'লজ্জাজনক' বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন, মেক্সিকো সরকার আর্জেন্টাইন পোপকে 'কাঠপুতুল' হিসেবে ব্যবহার করছে।