ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দ্বিগুণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালে ৯ জন চীনা শিক্ষার্থী পড়তে এসেছিলেন, চলতি বছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। ২০২২ সালে এই সংখ্যা ছিল মাত্র ৬ জন। এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের আওতাধীন বাংলা বিভাগে পড়াশোনা করছেন।
চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা, গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ে সহযোগিতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে। এসব প্রতিষ্ঠান হলো ইউনান বিশ্ববিদ্যালয়, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় এবং বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়।
এই সমঝোতা স্মারক এবং চীন সরকারের বৃত্তির আওতায় চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন। গত বছর এই সংখ্যা ছিল ৭ জন।
সম্প্রতি চিকিৎসা গবেষণা ও প্রশিক্ষণ জোরদারে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ ইউনান পিকিং ক্যান্সার হাসপাতাল এবং কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে।
চীনা শিক্ষার্থীদের আবাসনের সমস্যা দূর করতে স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলে ১০ কক্ষবিশিষ্ট একটি ব্লক তৈরি করা হয়েছে। বর্তমানে চীনা শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন। পাশাপাশি ছাত্রীদের আবাসন সংকট নিরসনে চীন সরকারের অর্থায়নে 'বাংলাদেশ-চীন মৈত্রী' নামে একটি আবাসিক হল নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আগামী আগস্ট মাসে চীনের শিক্ষার্থীরা দুই সেমিস্টারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় আগ্রহ প্রকাশ করেছেন। একইসঙ্গে প্রফেশনাল মাস্টার্স কোর্সেও ভর্তির আগ্রহ দেখিয়েছেন অনেকে। এ লক্ষ্যে চীনের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারকে সই করতে চায়। ইতোমধ্যে এ নিয়ে দুই দেশের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়েছে। শিগগিরই একাধিক নতুন সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ভাষা ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে চীনের একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী এখানে ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চীনের সংস্কৃতির সঙ্গেও পরিচিত হচ্ছেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বাড়ছে। গত নভেম্বরে ইউনান বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাত দিনের সফরে চীন যান। সফরকালে তিনি ইউনান বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
এছাড়া তিনি চীনের সেন্টার ফর ল্যাংগুয়েজ এডুকেশন অ্যান্ড কো-অপারেশন, চাইনিজ ইন্টারন্যাশনাল এডুকেশন ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর চাইনিজ ল্যাংগুয়েজ টিচিংয়ের প্রতিনিধিদের সঙ্গে ভাষা ও সংস্কৃতিতে যৌথ সহযোগিতার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
সবশেষ গত ১৯ এপ্রিল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করে। এ সময় একাডেমিক বিনিময় সভায় উভয় পক্ষই শিক্ষা ও গবেষণা সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।