আরসা প্রধান আতাউল্লাহ ও তার পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ তার পাঁচ সহযোগীর দ্বিতীয় দফায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে— অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাসুম ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন— আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। এদের মধ্যে আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকায় অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল। র্যাব ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের গ্রেপ্তার করে। আতাউল্লাহ'র বিরুদ্ধে ৯টি হত্যা মামলা সহ বেশ কিছু অভিযোগ রয়েছে।