চট্টগ্রামে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ধারণা নিলেন ৬০ বিদেশি বিনিয়োগকারী

'বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫'- এর অংশ হিসেবে প্রায় ৬০ জন বিদেশি বিনিয়োগকারী এবং দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মতো বিভিন্ন দেশের কোম্পানির প্রতিনিধিরা সোমবার আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এবং মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে বিনিয়োগকারীরা শিল্পাঞ্চলে কর্তৃপক্ষের দেওয়া সুযোগ-সুবিধা এবং বিনিয়োগের পরিবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানেন।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই বিনিয়োগ শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেবেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য দেশের ক্রমবর্ধমান শিল্প সক্ষমতা এবং বিনিয়োগ-বান্ধব সংস্কার তুলে ধরে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা।
সফরকালে বিনিয়োগকারীরা সকালে কেইপিজেডে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান করপোরেশন পরিচালিত বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। পরে বিকেলে তাদের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে নিয়ে যাওয়া হয়।
সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত তারা কেইপিজেড জুড়ে বিভিন্ন কারখানা এবং সবুজ শিল্প উদ্যোগ পর্যবেক্ষণ করেন। ৭০ লাখ বর্গফুটের বেশি আয়তনের কেইপিজেডে ৪৮টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। সব কটি প্রতিষ্ঠানই সবুজ শিল্প হিসেবে স্বীকৃত। ৪৮টি প্রতিষ্ঠানের বেশির ভাগই তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট। এর বাইরে জুতা ও ব্যাগের একাধিক কারখানা রয়েছে।
এই ইউনিটগুলোর একটি বড় অংশ পোশাক উৎপাদনে এবং বাকি ইউনিটগুলো জুতো ও ব্যাগ তৈরির কাজে নিয়োজিত।
কেইপিজেড পরিচালনাকারী ইয়ংওয়ান করপোরেশন প্রতিনিধিদের বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের কার্যক্রম, বিনিয়োগের পরিমাণ, রপ্তানির পরিমাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত অবহিত করে।
সংস্থাটি এসব কারখানায় ৩৫ হাজারেরও বেশি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, কর্মীদের আবাসন, বিনোদন সুবিধা এবং প্রশিক্ষণ কেন্দ্রের মতো সহায়ক অবকাঠামো তৈরি করেছে।
এছাড়াও, একটি নতুন ৬০০ শয্যা হাসপাতাল এবং একটি টেক্সটাইল ইনস্টিটিউট বর্তমানে নির্মাণাধীন।
বিদেশি বিনিয়োগকৃত এসব কারখানার শ্রমিকরাও আগত বিনিয়োগকারীদের সঙ্গে ইতিবাচক মতামত ব্যক্ত করে তাদের কাজের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সফরকালে ইয়ংওয়ান গ্রুপের চেয়ারম্যান কি হাক সাং বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ এর আগে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানালেও বাস্তব পদক্ষেপ সীমিত ছিল। তবে তিনি বিনিয়োগ সংক্রান্ত বিধিবিধানকে সুসংহত ও ঐক্যবদ্ধ করার জন্য বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন।
উপস্থিত প্রতিনিধিদের বাংলাদেশে বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য উৎসাহিত করে তিনি বলেন, 'বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এখন বাস্তব ও কার্যকর প্রচেষ্টা নেওয়া হচ্ছে।'
একজন চীনা বিনিয়োগকারী কি-হাক সাংয়ের কাছে জানতে চেয়েছিলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রাথমিক চ্যালেঞ্জ হিসেবে তিনি কী দেখছেন?
জবাবে সাং প্রশাসনিক জটিলতাকে একটি উল্লেখযোগ্য বাধা হিসেবে উল্লেখ করেন।
তবে তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশ একটি অত্যন্ত লাভজনক বিনিয়োগ গন্তব্য এবং তিনি তার কোম্পানির বাংলাদেশে আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) সঙ্গে কথা বলার সময় চীনের বিনিয়োগকারী সেন্ডি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানতে পেরে তার উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিনি বলেন, 'অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানে আমি খুবই আনন্দিত। এখানে ব্যবসা করা খুবই আরামদায়ক। সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এখন বিনিয়োগ নীতিমালাগুলো পর্যালোচনা করতে হবে।'
পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, 'সোমবারের সাইট পরিদর্শনের লক্ষ্য ছিল বিনিয়োগকারীদের বাংলাদেশে অবকাঠামো, সম্ভাবনা এবং শিল্প পরিবেশের সরাসরি পরিচয় করিয়ে দেওয়া।'
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আগ্রহকে কার্যকরী প্রতিশ্রুতিতে রূপান্তরিত করার উদ্দেশ্যে বৃহত্তর বিনিয়োগ সামিট কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই ইভেন্টটি আয়োজন করা হয়েছে।
বিডা'র তথ্য অনুযায়ী, ৫০টি দেশের ৫৫০ জনেরও বেশি বিনিয়োগকারী ও কোম্পানির প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন।
সম্ভাব্য সরাসরি বিনিয়োগকারীদের পাশাপাশি শীর্ষস্থানীয় নির্বাহী এবং বেশ কয়েকটি বিশ্বখ্যাত কর্পোরেশনের প্রতিনিধিরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন, যা ইভেন্টের মর্যাদা আরও বাড়িয়েছে।
বাংলাদেশের প্রধান খাতগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করার লক্ষ্যে সংলাপ, নেটওয়ার্কিং এবং কৌশলগত অংশীদারিত্বের প্ল্যাটফর্ম হিসেবে এই বিনিয়োগ সম্মেলন বৃহস্পতিবার পর্যন্ত চলবে।