প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়; তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা: নাহিদ ইসলাম

কিছু মানুষের কাছে প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা বলে মন্তব্য করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমরা যারা গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি; তাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। ৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি। যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা আপোস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলেও ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনসিপি'র আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি হয়েছে বাংলাদেশে। যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে।
নাহিদ ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে। দেশটির সহায়তায় দলটি ক্ষমতায় ছিল। তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ।
তিনি বলেন, দেশটি প্রতিবেশি বলে তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তবে তাদের সঙ্গে সমতা-ন্যায্যতার ভিত্তিতে সর্ম্পক হবে। সীমান্ত হত্যার আজও কোনো বন্দোবস্ত হয়নি, পানির ন্যায্যতা পাইনি।
বাংলাদেশের জনগণের প্রাপ্য দেশটিকে বুঝিয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদিবিরোধী বিক্ষোভে হত্যাকাণ্ড ও জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত। এই সবকিছুর বিচার নিশ্চিত করতে হবে। কারণ বিচার এখন না হলে আর হবে কি না বলা যাচ্ছে না।
সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, ভারতে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানাই। দেশটির মিডিয়া ৫ আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে। এসবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল।
২০২১ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন দেশজুড়ে কমপক্ষে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানকে 'দ্বিতীয় স্বাধীনতা' বলা হবে কি না, তা নিয়ে বিএনপি, এনসিপি ও জামায়াত নেতাদের উত্তপ্ত রাজনৈতিক বক্তব্যের পর 'প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা' নিয়ে নাহিদ এ মন্তব্য করেন।
এর আগে, গতকাল এনসিপি প্রধান বলেন, 'আমরা মনে করি একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয়, বরং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই একাত্তরের স্পিরিট পুনর্জীবিত হয়েছে।'
'২৪ পরবর্তী দ্বিতীয় স্বাধীনতার কথা যারা বলে, তারা একাত্তরের স্বাধীনতাকে খাটো করছে'– বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের এমন মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারেনি, বরং ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের জন্য 'দ্বিতীয় স্বাধীনতা' এনে দিয়েছে।