কাল থেকে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি শুরু হচ্ছে

আগামীকাল থেকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। তিন দিনের সরকারি ছুটিসহ এবার তাদের ছুটি ১০ দিন পর্যন্ত বাড়তে পারে।
কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে শ্রমিকরা তাদের সাপ্তাহিক ও বার্ষিক অর্জিত ছুটির সঙ্গে সমন্বয় করে অতিরিক্ত ৬ থেকে ৭ দিনের ছুটি নিতে পারেন।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এক নির্বাহী আদেশে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে।
বিজিএমইএ জানিয়েছে, তবে বেসরকারি শিল্প বা কলকারখানার ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। ফলে শ্রম আইন অনুসরণ করে অন্যান্য কারখানাভিত্তিক উৎসব ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
অতিরিক্ত ছুটির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঈদুল ফিতরের ছুটি কবে থেকে শুরু হবে তা শ্রম আইন অনুযায়ী কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনা করে নির্ধারণ করবেন।'
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'সরকারি ছুটি তিন দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। তবে অনেক কর্মী ৫ থেকে ৭ দিন পর্যন্ত ছুটি বাড়াচ্ছেন। কিছু শ্রমিক ইতোমধ্যে তাদের সাপ্তাহিক ছুটির দিনে কাজ করে এইসময় ছুটি বদলে নিয়েছেন, আবার কিছু শ্রমিক ছুটি শেষে কাজে ফিরে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কাজ করে পুষিয়ে দেবেন। এভাবে সরকারি তিন দিনের ছুটিসহ মোট ৮ থেকে ১০ দিনের ছুটি নিচ্ছেন শ্রমিকরা। তবে কাজের চাপের কারণে কিছু কারখানা বাড়তি ছুটি মঞ্জুর করতে না পারায় শ্রমিক ও কারখানা মালিকদের মধ্যে আলোচনার মাধ্যমে এই ছুটি নির্ধারণ করা হচ্ছে।'
ছুটি শুরু হবে ২৬ মার্চ থেকে
বিজিএমইএ জানিয়েছে, ২৬ মার্চ থেকে ছুটি শুরু করবে মোট ১৬১টি কারখানা, আর ২৭ মার্চ থেকে ছুটি ঘোষণা করেছে ৩৭৪টি কারখানা।
অন্যদিকে, ২৮ মার্চ থেকে ছুটি ঘোষণা করেছে ৬৪৮টি কারখানা এবং ২৯ মার্চ থেকে ছুটি ঘোষণা করেছে ৯২৪টি কারখানা।
মোট ২০৭টি কারখানা এখনও তাদের কর্মীদের ঈদ বোনাস পরিশোধ করেনি। তবে, কারখানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল, রমজান মাসের ২০ তারিখের মধ্যে বোনাস পরিশোধ করতে হবে এবং ঈদের ছুটির আগে মার্চ মাসের বেতনের অর্ধেক পরিশোধ করতে হবে।
এছাড়াও, ২৪টি কারখানা এখনও তাদের কর্মীদের ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেনি।
বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী, একটি কারখানা এখনও তাদের কর্মীদের জানুয়ারির বেতন পরিশোধ করেনি।
শ্রম আইন অনুযায়ী, কারখানা মালিকদের পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে কর্মীদের বেতন পরিশোধ করতে হবে।
শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করায় বিজিএমইএর সদস্যভুক্ত ১১টি কারখানা অস্থিরতার ঝুঁকিতে রয়েছে।
ম্যাপড ইন বাংলাদেশের (এমআইবি) তথ্য অনুযায়ী, দেশে ৩ হাজার ৫৫৫টি রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে, যেখানে প্রায় ৩০ লাখ ৫৩ হাজার শ্রমিক কাজ করেন।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিনদিন সরকারি ছুটিসহ (২৯-৩১ মার্চ) টানা পাঁচ দফা ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া, ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার ফলে সরকারি চাকরিজীবীরা ৯ দিন ঈদের ছুটি পাবেন।