জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িতের অভিযোগে ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
জুলাই গণ-অভ্যুত্থানে হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে বহিস্কৃত কারো নামই উল্লেখ করা হয়নি। জড়িত ১২৮ জনকে শনাক্ত করা হয়েছে। নামসহ চূড়ান্ত প্রতিবেদন পরে প্রকাশ হবে।'
তিনি আরও বলেন, 'জুলাই অভ্যুত্থানের সময় কোটাবিরোধী আন্দোলন দমনে হামলাকারীদের শনাক্ত করতে ৫ আগস্টের পরই একটি অনুসন্ধানী কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়।'
জানা গেছে, তদন্ত কমিটির প্রতিবেদনে ছাত্র-জনতার অভুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে শনাক্ত করা হয়।