বসুন্ধরায় ছিনতাইয়ের সন্দেহে দুই ইরানি নাগরিকের ওপর হামলার ঘটনায় আটক ২

বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে ছিনতাইয়ের সন্দেহে দুই ইরানি নাগরিকের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন– আবদুল্লাহ (২০) ও সাব্বির মিয়া (১৯)।
এই ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক ছোটন চন্দ্র দাস একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার গেটে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বসুন্ধরার একটি বেসরকারি ব্যাংক থেকে এক ব্যক্তি প্রায় দুই লাখ টাকা তোলেন। পরে আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহ করে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালান।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছিনতাইয়ের জন্য 'শয়তানের নিঃশ্বাস' নামে পরিচিত স্কোপোলামাইন ড্রাগ ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।