৬ বছর পর পোষা বিড়ালের সন্ধান
২০১৪ সালের বসন্তে ইংল্যান্ডের সাফোকের বাড়ি থেকে হারিয়ে যায় এলিওস রেনইয়ার্ডের বিড়াল 'মিস্টার মাগলস'। সে সময় মাগলসের বয়স ছিল ৩ বছর। প্রায় ছয় বছর পর বিড়ালটিকে খুঁজে পেয়েছেন রেনইয়ার্ড।
দীর্ঘ ছয় বছর শহরের অলি-গলিতে ঘুরে রুক্ষ জীবন কাটানোয় শুকিয়ে কাঠ হয়ে গেছে এক সময়ের আদরের পোষা বিড়াল। তবু ওকে চিনতে বেগ পেতে হয়নি রেনইয়ার্ডকে। ফেসবুকে নিখোঁজ বিড়ালের বিজ্ঞপ্তির একটি পেজে ছবি দেখেই মাগলসকে চিনে ফেলেন তিনি।
'আমি ছবি দেখামাত্রই চিনতে পারি ও আমার বিড়াল। ও আমার ছায়ার মতো ছিল, সবসময় আমার পেছন পেছন ঘুরত। ওকে নিউটার করানোর আগের দিনই হারিয়ে যায়।'
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মাগলস কিছুটা সুস্থ হলেই তাকে নিউটার করিয়ে দেবেন বলে জানান রেনইয়ার্ড।
হারিয়ে যাওয়ার পর দুই বছর পর্যন্ত খুঁজে বেড়িয়েছেন তিনি মাগলসকে। মাগলসের কপালের 'এম' আকৃতির চিহ্ন, গোলাপি নাকে কালো দাগ এসব মাথায় রেখেই খুঁজতেন তিনি।
ছয় বছর পর দেখা হতেই রেনইয়ার্ডের কোলে উঠে কিছু সময় আদর নিয়ে ঘুমিয়ে পড়ে বিড়ালটি।
- সূত্র: বিবিসি
