বিশ্বের সবচেয়ে দামি বাজপাখি বিক্রি হলো দেড় কোটি টাকায়!

সৌদি আরবে এক নিলামে একটি অল্প বয়সী বাজপাখি সাড়ে ৬ লাখ সৌদি রিয়ালে (প্রায় ১ লাখ ৭৩ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার টাকা) বিক্রি হয়েছে। এর আগে এ ধরনের কোনো পাখির এত দাম ওঠেনি। তাই এটিই পৃথিবীর সবচেয়ে দামি বাজপাখি।
যতটা প্রত্যাশা করা হয়েছিল, সৌদি আরবে চলমান ৪৫ দিনব্যাপী শিকারি পাখি বিক্রির উৎসবে মঙ্গলবার এটি হলো তার চেয়ে প্রায় আট গুণ বেশি দামে। নিলামের আয়োজক সৌদি ফ্যালকন ক্লাব এ তথ্য জানিয়েছে।

বাজপাখি হাজারও বছর ধরে সৌদি আরব ও এর আশেপাশের দেশগুলোর সাংস্কৃতিক মরু ঐতিহ্যের খুবই গুরুত্ব এক অংশ। এ পাখি নিয়ে নানা প্রতিযোগিতার প্রচলন রয়েছে ওই অঞ্চলে।
ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম বাজপাখিকে বিশ্বব্যাপী এখন বিপণ্ন পাখি হিসেবে গণ্য করা হয়। এই পাখি ধরা ও বিক্রি করার ওপর অনেক দেশে কঠোর বিধিনিষেধ রয়েছে।

বিশ্বের সবচেয়ে দামি বাজপাখিটির ওজন ১ দশমিক ১ কিলোগ্রাম। সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চল হাফের আল বাতিন থেকে এটিকে ধরা হয়েছিল বলে জানায় ক্লাবটি।
- সূত্র: দ্য ন্যাশনাল [সংযুক্ত আরব আমিরাত]