কারাবন্দি নার্গিস মোহাম্মদির পক্ষে শান্তিতে নোবেল গ্রহণ করলেন তাঁর জমজ সন্তানেরা

ইরানে নারী নিপীড়নের প্রতিবাদ জানানোয় জেল খাটছেন মানবাধিকারকর্মী কর্মী নার্গিস মোহাম্মদী। চলতি বছর তাঁকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। নার্গিসের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেছেন তাঁর জমজ দুই সন্তান- কিয়ানা রহমানি ও আলি রহমানি। খবর বিবিসির
রোববার নরওয়ের রাজধানী অসলোতে নার্গিসের নোবেল সম্মাননা ও পুরস্কারের অর্থ তাঁর সন্তানদের হাতে তুলে দেওয়া হয়।
কিয়ানা রহমানি ও আলি রহমানির বয়স ১৭ বছর। অসলোর নগর সম্মেলন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা শান্তিতে নোবেলের পুরস্কারের অর্থ- ১১ লাখ সুইডিশ ক্রোনা ( প্রায় ১০ লাখ ডলার) গ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত কয়েকশ' অতিথি।
নার্গিস বর্তমানে তেহরানের একটি জেলে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। জেল থেকে তিনি একটি বিবৃতিও পাঠাতে পেরেছেন, যা পুরষ্কার গ্রহণের সময় তাঁর সন্তানেরা পড়ে শোনান।
এতে তিনি বলেছেন, 'ইরানের জনগণ দৃঢ় প্রত্যয়ের সাথে এই নিপীড়ন ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে জয়ী হবে। এতে কোন সন্দেহ নেই, এটি অবধারিত।'
ইরানের খ্যাতিমান মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। ২০১০ সাল থেকে কারাগারেই কাটছে নার্গিসের দিন। ৫১ বছরের এই নারীকে মোট ১৩ বার গ্রেপ্তার করা হয়। এরমধ্যে পাঁচবার তাঁকে কারাদণ্ড দেওয়া হয়, সবমিলে তাঁকে মোট ৩১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাঁর স্বামী ও রাজনৈতিক অধিকারকর্মী তাঘি রহমানি ফ্রান্সের রাজধানী প্যারিসে তাঁর দুই সন্তানকে নিয়ে বসবাস করেন। বহু বছর নার্গিসের সাথে তাঁর দেখাসাক্ষাৎ হয়নি।