১৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব বাংলাদেশ অর্থনীতি সমিতির

আগামী জুলাই থেকে শুরু হতে চলা আসন্ন ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ লাখ ৯৬ হাজার কোটি টাকার বিকল্প বাজেট প্রণয়নের সুপারিশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি- বিইএ।
সংস্থাটি প্রস্তাবিত বাজেট সরকার পরিকল্পিত পাঁচ লাখ ৬৫ হাজার ৩৬০ কোটি টাকার বাজেটের চাইতে ২ দশমিক ৪৭ গুণ বেশি। একইসঙ্গে, এটা দেশের মোট দেশজ উৎপাদন গড়ের চাইতে ৫৫ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১২ লাখ ৬১ হাজার ৬শ' কোটি টাকা। যার মধ্যে ৭৯ শতাংশ আসবে প্রত্যক্ষ কর থেকে এবং ২১ শতাংশ আসবে পরোক্ষ কর থেকে। তাই অভ্যন্তরীণ কিংবা বৈদেশিক উৎস থেকে সরকারের ঋণ নিতে হবে না।
প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ এক লাখ ৯৭ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। এছাড়া স্বাস্থ্যখাতে ৪০ হাজার কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে।
এই হিসাবে বাজেট ঘাটতির পরিমাণ হবে এক লাখ ৩৫ হাজার কোটি টাকা।
এছাড়াও করোনায় পর্যদুস্ত অর্থনীতির চাকা ঘোরাতে ঘোষিত প্রণোদনার অর্থ সঠিকভাবে বণ্টনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
তবে পহেলা জুলাই থেকে শুরু হওয়া অর্থবছরে সরকার সাড়ে পাঁচ লাখ কোটি টাকার বাজেট প্রণয়ন করতে চায়। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে তার বাজেট পরিকল্পনা উপস্থাপন করবেন।
চলতি বছরের বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কৃষিতে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে ইতোপূর্বে সরকারের সংশ্লিষ্ট নানা সূত্রে জানা গেছে।