চোট কাটিয়ে মেসির ফেরার ম্যাচে মায়ামির হার

এক লিওনেল মেসি কতোটা পার্থক্য গড়ে দিতে পারেন তা গত দুই সপ্তাহে বেশ ভালোই টের পেয়েছেন ইন্টার মায়ামি সমর্থকরা। মেসির খেলা ১৩ ম্যাচের মাত্র একটি হেরেছিল মায়ামি, সেখানে চোটের কারণে মেসির না খেলা ছয় ম্যাচের মাত্র একটি জিতেছে তারা।
দুই সপ্তাহের চোট কাটিয়ে মেসি ফিরেছেন মাঠে। বদলি হিসেবে নেমেও অবশ্য দলকে হার থেকে রক্ষা করতে পারেননি আর্জেন্টাইন জাদুকর। আর এই হারে মেজর লিগ সকারের প্লে-অফ খেলার আশা শেষ হয়ে গেছে মায়ামির।
সিনসিনাটির কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে মায়ামি। মেসি ৫৫ মিনিটে বদলি হিসেবে নামেন মাঠে। তবে খুব একটা প্রভাব ফেলতে পারেননি তিনি। চোট সারিয়ে ফেরার পর নিজের ছন্দ খুঁজে পেতে সময় লাগতে পারে আরো।
মেসির নিষ্প্রভতার সুযোগ নিয়েই ৭৮ মিনিটে সিনসিনাটির জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ব্যারিয়াল। পরে মায়ামি গোল শোধ দিতে না পারলে আর্জেন্টাইন মিডফিল্ডারের সেই গোলেই মেসির প্লে অফ খেলার স্বপ্ন শেষ হয়।
মেসিদের বাকি রয়েছে আর দুটি ম্যাচ। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেও প্লে- অফ খেলার কোনো সুযোগ নেই। ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে মায়ামি।