বায়তুল মোকাররমে শান্তি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ
আজ বুধবার (১২ জুলাই) রাজধানীতে 'শান্তি সমাবশ' করার জন্য প্রস্তুত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বায়তুল মোকাররম দক্ষিণ গেটে তাদেরকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চ প্রস্তুত করতে দেখা গেছে তাদেরকে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন (রিয়াজ) টিবিএসকে বলেন, "বিএনপি-জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেন আজকের এই শাস্তি সমাবেশ।"
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
সমাবেশে আরও বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নেতারা সমাবেশে অংশগ্রহণ করবেন।
দুপুর সাড়ে ১২ টায় সমাবেশস্থলের আশেপাশে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনও আসা শুরু করেননি।
