Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

একা একা আর ঘোরা যাবে না নেপালের পাহাড়ে, ১ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা

তবে এই নিষেধাজ্ঞা এভারেস্ট অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
একা একা আর ঘোরা যাবে না নেপালের পাহাড়ে, ১ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 March, 2023, 10:35 am
Last modified: 08 March, 2023, 10:54 am

Related News

  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • এভারেস্টে সরঞ্জাম পৌঁছে দেবে ড্রোন, বদলে যেতে পারে পর্বতারোহণের ধারা
  • নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে চলা বিক্ষোভে সহিংসতায় নিহত ২, গাড়িতে আগুন-দোকান লুট
  • নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানিয়ে রাজতন্ত্র পুনরায় চালুর দাবি
  • ভারতীয় ভিসা সংকটে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে

একা একা আর ঘোরা যাবে না নেপালের পাহাড়ে, ১ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা

তবে এই নিষেধাজ্ঞা এভারেস্ট অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
টিবিএস ডেস্ক
08 March, 2023, 10:35 am
Last modified: 08 March, 2023, 10:54 am

সলো ট্রেকিং বা একা একা নেপালের পাহাড়ে ঘুরে অ্যাডভেঞ্চারের দিন বুঝি ফুরিয়ে এলো! সাথে একজন করে গাইড থাকলে, তবেই 'ব্যাকপ্যাকার'রা প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দেশটির পাহাড়ে ঘুরে বেড়াতে পারবেন। নতুন এ নিয়ম কার্যকর হতে চলেছে এপ্রিলের ১ তারিখ থেকে। খবর এক্সপ্লোরার্স ওয়েবের।

২০১২ সাল থেকেই এমন নিয়ম চালুর কথা শোনা যাচ্ছিল। সে বছর দেশটির বেশ কিছু অঞ্চলে বিদেশ নাগরিকেরা হামলার শিকার হলে এ ধরনের একটি ঘোষণা দেয়ার উদ্যোগ নেয় নেপাল। যদিও পরে তা স্থগিত করে কর্তৃপক্ষ।

নিরাপত্তার কথা বিবেচনা করে অবশেষে এ বসন্তে সত্যিই নেপাল এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

"প্রতি বছর অন্তত ১০ থেকে ১৫ জন ট্রেকার নিখোঁজ হয়, যাদের বেশিরভাগই স্বতন্ত্র (ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ট্রেকার)। এটি একটি গুরুতর সমস্যা," নেপালের ট্রেকিং এজেন্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি নীলহরি বাস্তোলা কাঠমান্ডু পোস্টকে বলেন।

এদিকে নেপালের পর্যটন বোর্ডের পরিচালক মণিরাজ লামিছানে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, "এই সিদ্ধান্ত পর্যটকদের সুবিধার জন্যই। সলো ট্রেকিংয়ের ক্ষেত্রে পর্যটকরা প্রায়ই হারিয়ে যায় এবং নিরাপত্তাহীনতার সম্মুখীন হতে পারে। এটি কাটিয়ে উঠতেই আমরা সলো ট্রেক নিষিদ্ধ করার সিদ্ধান্তে এসেছি।"

তবে, স্থানীয় অপারেটররা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সবচেয়ে জনপ্রিয় এভারেস্ট অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

টিআইএমএস কার্ডস

নেপাল ট্যুরিজম বোর্ড ঘোষণা করেছে, গাইড সাথে না থাকলে সলো ট্রেকারদের জন্য তারা টিআইএমএস (ট্রেকারস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম) কার্ড অনুমোদন করবে না।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের ইস্যুকৃত এই কার্ডটি কাঠমান্ডু, পোখারা সহ দেশটির অন্যান্য শহরের ট্যুরিস্ট সার্ভিস সেন্টারগুলোতে ্মিলবে। 

অন্নপূর্ণা অঞ্চলে একজন সলো ট্রেকার

ট্রেকিং ইচ্ছুকদের অবশ্যই তাদের পাসপোর্টের ফটোকপি, নিজস্ব ছবি এবং ট্রাভেল ইন্স্যুরেন্সের কাগজপত্র প্রদান করতে হবে। এছাড়াও একটি দলের আন্তর্জাতিক ট্রেকারদের এক হাজার নেপালি রুপি (প্রায় ৭ ডলার) ফি দিতে হবে। এতোদিন সলো ট্রেকাররা প্রতি রুটে দুই হাজার রুপি ফি দিতেন।

এশিয়ান ট্রেকিংয়ের দাওয়া স্টিভেন শেরপা জানান, এসব নিয়ম এভারেস্ট অঞ্চলের জন্য নয়। টেকনিক্যালি এভারেস্টের জন্যও টিআইএমএস কার্ড পাওয়ার কথা রয়েছে। তবে সেখানকার স্থানীয় পৌরসভা বেশ কয়েক বছর আগেই এ নিয়ম প্রত্যাখ্যান করেছে; তারা বরং এক্ষেত্রে তাদের নিজস্ব ফি'র আরোপ করেছে, যে অর্থ পরে ব্যয় হয় ট্রেইল এবং অবকাঠামো ঠিক রাখার পেছনে। 

সুতরাং যারা এভারেস্টের আশেপাশে সলো ট্রেক করতে চায়, তাদের লুকলায় গিয়ে আলাদা মিউনিসিপ্যাল ​​ফি দিতে হবে। এরপর শুধু সাগরমাথা ন্যাশনাল পার্কের প্রবেশমূল্য পরিশোধ করতে হবে।

কেন মানুষ একা ট্রেকিং করতে পছন্দ করে

নেপালে সলো ট্রেকিং খুবই কমন, বিশেষ করে খুম্বু ট্রেইলে এভারেস্ট বেস ক্যাম্প এবং অন্নপূর্ণা অঞ্চলে। কেউ অন্নপূর্ণার দক্ষিণ পাশের বেস ক্যাম্পে সংক্ষিপ্ত ভ্রমণ সারে, আবার একটু 'হার্ডকোর ট্রেকার' রা  থরোং লা পাস অতিক্রম করে। এই ট্রেইলগুলো পরিষ্কার; থাকার জায়গা, খাবারের রেস্তরাঁ এমনকি ওয়াইফাই সুবিধা সম্পন্ন।

কোভিড অভিঘাত থেকে নেপালের পর্যটন খাতের পুনরুদ্ধারের পর গত বছর ১৯ হাজার ৪১৫ জন সলো ট্রেকার নিবন্ধন করেছিল বলে জানায় কাঠমান্ডু পোস্ট।

এভারেস্ট বেস ক্যাম্পের কাছে যাচ্ছেন ট্রেকাররা। ছবি: দ্য প্ল্যানেট ডি

টাইমস অব ইন্ডিয়ার নিবন্ধে এসব সলো ট্রেকারদের 'খরচ সচেতন ভ্রমণকারী' হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে শুধু অর্থ সাশ্রয়ের জন্যই পাহাড়ি পথে মানুষ একা ভ্রমণ করে না, অনেকেই ব্যক্তিগত অভিজ্ঞতা বা স্বাধীনভাবে অন্বেষণের জন্যও সলো ট্রেকিং বেছে নেয়।

তবে নেপালে সবচেয়ে জনপ্রিয় হলো, কোনো এজেন্সি দ্বারা পরিচালিত গ্রুপের অধীনে ট্রেকিং করা।

নীলহরি বাস্তোলা জানান, সাধারণত দিনপ্রতি একজন গাইড ২৫ থেকে ৫০ ডলার পর্যন্ত নিয়ে থাকে ট্যুরিস্টদের কাছ থেকে। তবে দীর্ঘ এবং কঠিন ট্রেকিং রুটে এটি ১০০-২০০ ডলারেও ছাড়িয়ে যেতে পারে। তবে মধ্যস্থতা বা দর কষাকষির পথ খোলাই থাকে সব সময়।   

Related Topics

টপ নিউজ

নেপাল / ট্রেকিং / এভারেস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের বিরুদ্ধে পাকিস্তান কেন এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না
  • উত্তেজনা বাড়াতে চায় না ভারত, গোপন বার্তা, পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ
  • ভারতের রাফাল ধ্বংস করেছে পাকিস্তান, নিশ্চিত করলেন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা
  • ২০২৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৩,৩০০ কোটি টাকার মুনাফা, ব্যাংকিং ইতিহাসের সর্বোচ্চ
  • পাকিস্তানে হামলার একদিন পর এখন বিজেপি বলছে, ‘কেউ যুদ্ধ চায় না’
  • ভারতের রাফাল ভূপাতিত করেছে চীনের তৈরি জে-১০সি, দাবি পাকিস্তানের

Related News

  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • এভারেস্টে সরঞ্জাম পৌঁছে দেবে ড্রোন, বদলে যেতে পারে পর্বতারোহণের ধারা
  • নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে চলা বিক্ষোভে সহিংসতায় নিহত ২, গাড়িতে আগুন-দোকান লুট
  • নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানিয়ে রাজতন্ত্র পুনরায় চালুর দাবি
  • ভারতীয় ভিসা সংকটে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে

Most Read

1
আন্তর্জাতিক

ভারতের বিরুদ্ধে পাকিস্তান কেন এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না

2
আন্তর্জাতিক

উত্তেজনা বাড়াতে চায় না ভারত, গোপন বার্তা, পাকিস্তান-ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ

3
আন্তর্জাতিক

ভারতের রাফাল ধ্বংস করেছে পাকিস্তান, নিশ্চিত করলেন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা

4
অর্থনীতি

২০২৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৩,৩০০ কোটি টাকার মুনাফা, ব্যাংকিং ইতিহাসের সর্বোচ্চ

5
আন্তর্জাতিক

পাকিস্তানে হামলার একদিন পর এখন বিজেপি বলছে, ‘কেউ যুদ্ধ চায় না’

6
আন্তর্জাতিক

ভারতের রাফাল ভূপাতিত করেছে চীনের তৈরি জে-১০সি, দাবি পাকিস্তানের

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab