‘সি টু সামিট’: কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় শাকিলের

সপ্তম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। নেপালের স্থানীয় সময় আজ সোমবার (১৯ মে) ভোরে তিনি চূড়ায় পৌঁছান। বিষয়টি তার ফেসবুক পেইজে জানানো হয়েছে।
শাকিলের ফেসবুক পেজে আজ বেলা ২টা ১০ মিনিটে এক স্ট্যাটাসে তার অভিযানের সমন্বয়কেরা জানিয়েছেন, 'এইমাত্র খবর পেলাম, শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প–৪–এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেওয়া যাচ্ছে না।'
শাকিলের এই যাত্রা শুরু হয় গত ২৫ ফেব্রুয়ারি, কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে। পায়ে হেঁটে ৯০ দিনের মধ্যে সামিট জয়ের লক্ষ্যে অভিযান শুরু করেছিলেন তিনি। তার এ অভিযানের নাম ছিল 'সি টু সামিট। অভিযান শুরুর পর ৯০ দিনের মধ্যেই প্রায় এক হাজার ৪০০ কিলোমিটার পথ হেঁটে গত ২৯ এপ্রিল শাকিল এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান।
একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের দূষণ ও কার্বন নিঃসরণ কমানোর বার্তা নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন শাকিল। পথে অনেক বন্ধু ও অভিযাত্রীরাও সঙ্গ দিয়েছেন তাকে।
যাত্রা শুরু করে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সীগঞ্জ হয়ে ১২ দিনের মাথায় ঢাকায় পৌঁছান শাকিল। ৯ মার্চ ঢাকায় এক সংবাদ সম্মেলন করেন শাকিল। সেখানে নিজের পরিকল্পনা তুলে ধরে স্পন্সরদের এগিয়ে আসার আহ্বান জানান।
এরপর ঢাকা থেকে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে ২৮ মার্চ পৌঁছান পঞ্চগড়ে পৌঁছান শাকিল। সেখান থেকে পরদিন প্রবেশ করেন ভারতে। এরপর জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে গত ৩১ মার্চ তিনি নেপালে পৌঁছান এবং ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন।