'বন্ধুত্ব প্রমাণ করতে রোনালদোর সঙ্গে ছবি তোলা জরুরি নয়'

স্প্যানিশ সুপার কাপ খেলতে রিয়াল মাদ্রিদ এখন সৌদি আরবে, যেখানে আছেন তাদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল-নাসেরে যোগ দেওয়ায় একই সময় সেখানে থাকা হচ্ছে রিয়াল মাদ্রিদ দল এবং রোনালদোর। এই সুযোগে পর্তুগিজ তারকার সঙ্গে পুনর্মিলনী হয়েছে রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন খেলোয়াড়ের। কিন্তু তাদের মধ্যে ছিলেন না ব্যালন ডি'অর জেতা ফরাসি তারকা, করিম বেনজেমা।
রোনালদোকে কাছে পেয়ে স্বপ্ন পূরণ হয়েছে রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ তারকা রদ্রিগোর। 'সিআর সেভেন'র সঙ্গে ছবি তুলে পোস্টও করেছেন তিনি। এছাড়াও, ভিনিশিয়ুস জুনিয়রও ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন। তবে রোনালদোর সঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি তার দীর্ঘদিনের সতীর্থ করিম বেনজেমাকে।
দুজনের পুরোনো সম্পর্কে ফাটলের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বেনজেমা। বলেছেন, নিজেদের বন্ধুত্ব প্রমাণের জন্য ছবি তুলে দেখানোর দরকার নেই।
আজ রাতে স্প্যানিশের সুপার কাপের ফাইনালে নতুন বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল-বার্সা। এর আগে আল-নাসেরের অনুশীলন ক্যাম্পে নিজেদের প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদ। সেখানেই রোনালদো গিয়ে দেখা করেছেন রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে।
রিয়াল তারকাদের অনেকেই রোনালদোর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তবে রোনালদোর সঙ্গে দেখা যায়নি বেনজেমাকে। রোনালদোর সঙ্গে কেন ছবি তুলেননি তা জানতে চাইলে বেনজেমা বলেন, 'আমাদের বন্ধুত্ব দেখানোর জন্য ছবি তুলে সেটি কাউকে দেখানোর প্রয়োজন নেই। ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য। সে ভিন্ন দুনিয়া।'
অনুশীলনে ব্যস্ত থাকার কারণেই রোনালদোর সঙ্গে দেখা করা হয়নি বলে জানিয়েছেন বেনজেমা, 'আমাদের দেখা করার সময় হয়নি। আমি অনুশীলনে ছিলাম এবং তাকেও নতুন ক্লাবের হয়ে অনুশীলন করতে হয়েছে। স্টেডিয়ামে তার সঙ্গে দেখা হতে পারে বলে আশা করছি। তখন আমরা নিশ্চয়ই কথা বলতে পারব।'