বিশ্বজয়ী দি পলকে নিজেদের ক্লাবে চায় না আতলেতিকোর সমর্থকরা

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পেছনে তার ভূমিকা ছিলো অপরিহার্য। জাতীয় দলের নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন বেশ আগেই। কিন্তু নিজের ক্লাবেই এখন আর থাকার নিশ্চয়তা নেই রদ্রিগো দি পলের। আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সঙ্গে যে বনিবনা হচ্ছে না তার।
ইতালির ক্লাব উদিনেসে থেকে এক মৌসুম আগে দি পলকে নিয়ে আসেন আতলেতিকো কোচ, দিয়েগো সিমিওনে। তার খেলার ধরণের সঙ্গে সিমিওনের কৌশলের মিল থাকায়, বেশ দ্রুতোই দলের নিয়মিত সদস্য হিসেবে জায়গা করে নেন দি পল। কিন্তু বিশ্বকাপের আগে থেকেই আতলেতিকোর সমর্থকদের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিল না তার।
স্প্যানিশ ফুটবল দি পলের জন্য নতুন কিছু নয়, ক্যারিয়ারে এর আগে লা লিগার দল ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছেন তিনি। সেখান থেকে চলে যান ইতালির উদিনেসেতে। এরপর তাকে আবার লা লিগায় ফিরিয়ে আনেন দিয়েগো সিমিওনে, এবার আতলেতিকোর হয়ে।
দি পলের প্রতি আতলেতিকো সমর্থকদের অভিযোগ হলো, জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেললেও, ক্লাবের হয়ে এর ছিটেফোঁটাও দেখাতে পারেন না তিনি। যার জন্য সমর্থকেরা মনে করছেন, দি পল তাদের ক্লাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।
কাতার বিশ্বকাপ থেকে ইঞ্জুরি নিয়ে আতলেতিকোতে ফিরেছেন দি পল, এ নিয়ে আরো ক্ষেপেছেন ক্লাবটির সমর্থকেরা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী আরো দুই খেলোয়াড় খেলেন আতলেতিকোর হয়ে।
বিশ্বকাপ জয়ের জন্য অভিবাদন জানানোর সময়, আতলেতিকো সমর্থকেরা নাহুয়েল মলিনা এবং আনহেল কোরেয়ার জন্য ভালোবাসা দেখালেও, দি পলের জন্য বরাদ্দ ছিলো বিদ্রূপ।
এসবকিছুর পরে মনে হচ্ছে, দি পলের আতলেতিকো অধ্যায় বুঝি শেষই হতে চলল। তাকে দলে পাওয়ার জন্য অপেক্ষায় আছে ইংল্যান্ডের লিডস ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলা।