Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
January 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JANUARY 15, 2026
৮০-তে পা রাখলেন অমিতাভ বচ্চন: ফিরে দেখা বলিউডের 'শাহেনশাহ'র সংগ্রাম-সফলতার যাত্রা

বিনোদন

টিবিএস ডেস্ক
11 October, 2022, 12:30 pm
Last modified: 11 October, 2022, 01:36 pm

Related News

  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • নরম-গরম-ধরম
  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • ২৫০০-এর বেশি প্রধান চরিত্রে অভিনয়, জন্ম পাকিস্তানে, এখন বলিউড মাতাচ্ছে তারই চার প্রজন্ম
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

৮০-তে পা রাখলেন অমিতাভ বচ্চন: ফিরে দেখা বলিউডের 'শাহেনশাহ'র সংগ্রাম-সফলতার যাত্রা

অ্যাংরি ইয়ং ম্যান থেকে বলিউডের শাহেনশাহ হয়ে ওঠার মাঝে অমিতাভ হরিবংশ বচ্চন পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। বলিউড কিংবদন্তীর ৮০তম জন্মদিন উপলক্ষে ভারতের ১৭টি শহরে চলছে 'অমিতাভ উৎসব'। অমিতাভের কিছু বিরল ছবির প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে সেই সাথে।
টিবিএস ডেস্ক
11 October, 2022, 12:30 pm
Last modified: 11 October, 2022, 01:36 pm

১১ অক্টোবর ৮০ বছর বয়সে পা রাখলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী, অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন আজ। সত্তরের দশকে বলিউড কাঁপানো এই গুণী অভিনেতা আজ ৮০ বছরে পা রাখলেন। কিন্তু অমিতাভ বচ্চনকে কী নির্দিষ্ট সময়ের ছকে বাঁধা যায়? আশি-তে এসেও তার পদচারণায় মুখর বলিউড। বলিউডের ইতিহাসে সর্বকালের সেরা অভিনেতাদের তালিকায় যার নাম অবশ্যই থাকবে, তিনি 'বিগ বি'।

অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উপলক্ষে ভারতের ১৭ শহরে চলছে 'অমিতাভ উৎসব'। অমিতাভ বচ্চনের কিছু বিরল ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেই সাথে, যা এবারই প্রথম। মূলত চলচ্চিত্র ইতিহাসবিদ, লেখক ও স্মারক আর্কাইভিস্ট এসএমএম অসাজার সংগ্রহে থাকা ৫০টি বিরল ছবি প্রদর্শিত হবে এ উৎসবে। প্রায় তিন দশক ধরে এসব স্মারক সংগ্রহ করে আসছেন অসাজা। গত ৮ অক্টোবর শুরু হওয়া এই উৎসব চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত
  

কিন্তু অ্যাংরি ইয়ং ম্যান থেকে বলিউডের শাহেনশাহ হয়ে ওঠার মাঝে অমিতাভ হরিবংশ বচ্চন পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। ১৯৪২ সালের ১১ অক্টোবর উত্তরপ্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। তার বাবা হরি বংশ রাই বচ্চন ছিলেন নামকরা কবি এবং মা তেজি বচ্চন ছিলেন ফয়সলাবাদের শিখ-পাঞ্জাবি নারী। শৈশবে এলাহাবাদ, এরপর নৈনিতালের বোর্ডিং স্কুল শেরউড কলেজ হয়ে তরুণ অমিতাভ উচ্চশিক্ষার জন্য ভর্তি হন দিল্লীর কিরোরি মাল কলেজে এবং অবশেষে দিল্লী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

'বান্ধে হাত' (১৯৭৩) ছবিতে একজন ভিলেনকে পর্যুদস্ত করছেন অমিতাভ বচ্চন। ভিলেনের চরিত্রে ছিলেন অভিনেতা রণজিৎ। পেছনে দাঁড়িয়ে আছেন ছবির পরিচালক ওপি গয়াল। এই থ্রিলার ছবিটিতে অমিতাভ বচ্চন ডাবল ভূমিকায় অভিনয় করেছিলেন, যদিও ছবিটি বক্স অফিসে ভালো ফল করতে পারেনি। ছবি: এসএমএম অসাজা/বিবিসি

নৈনিতালের বোর্ডিং স্কুলে পড়ার সময়ই অভিনেতা হওয়ার ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে উঠলেও, প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পরপরই সেই পথে পা বাড়াননি অমিতাভ বচ্চন। পড়াশোনা শেষে জীবিকা উপার্জনের জন্য যোগ দিয়েছিলেন কলকাতার শ ওয়ালেস অ্যান্ড কোম্পানি লিমিটেডে। এরপর ব্রোকার হিসেবে কাজ করেছেন শিপিং প্রতিষ্ঠান বার্ডস অ্যান্ড কো.-এ। কিন্তু গৎবাঁধা চাকরি আর মাস শেষে পাওয়া বেতনে সন্তুষ্ট ছিলেন না তরুণ অমিতাভ। তিনি চেয়েছিলেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জীবন, যে জীবনে নিজের অভিনয় প্রতিভাকে তিনি মেলে ধরতে পারবেন! সে কারণেই ১৯৬৮ সালে চাকরি ছেড়ে দিয়ে অমিতাভ পাড়ি জমান স্বপ্নের শহর বম্বেতে (বর্তমান মুম্বাই)।

১৯৮৫ সালে 'মর্দ' ছবির আউটডোর শ্যুটিংয়ে অমিতাভ বচ্চন ও খ্যাতনামা সিনেমাটোগ্রাফার জল মিস্ত্রি (বামে)। মনমোহন দেশাইয়ের পরিচালনায় নির্মিত এই অ্যাকশন সিনেমাটি বেশ সফলতা পেয়েছিল এবং এই ছবিই অমিতাভকে সাধারণ মানুষের মধ্যে 'হিরো' হিসেবে পরিচিতি এনে দেয়। ছবিটিতে একজন মুক্তিযোদ্ধার ছেলের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ।

কিন্তু ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা এই তরুণকে বম্বে তার দুই হাত বাড়িয়ে আলিঙ্গন করেনি। শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছিল তার উচ্চতা। অনেক পরিচালক-প্রযোজক মনে করতেন, এত লম্বা একজন পুরুষ গতানুগতিক নায়ক হতে পারবে না। এরপর অমিতাভ তার কণ্ঠস্বর দিয়ে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করলেন, কিন্তু সেখানেও ব্যর্থ। অল ইন্ডিয়া রেডিওর অডিশনে বাদ পড়েন তিনি। 

এরপর ১৯৬৯ সালে যখন অমিতাভ হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার পথে, তখন খাজা আব্বাস তাকে নিলেন 'সাত হিন্দুস্তানি' চলচ্চিত্রে। এ ছবির জন্য নবাগত হিসেবে প্রথম জাতীয় পুরস্কার জেতেন অমিতাভ। কিন্তু তার সাথেসাথেই বলিউডের পথ তার জন্য সুগম হয়নি বা তার পেছনে প্রযোজকদের লাইন লেগে যায়নি। পুরস্কার জেতার পরেও সংগ্রাম করতে হয়েছে অমিতাভকে।

'অভিমান' সিনেমার শ্যুটিং-এ স্ত্রী জয়া বচ্চনের সাথে অমিতাভ বচ্চন। এ ছবিতে অমিতাভ একজন গায়কের চরিত্রে অভিনয় করেছেন, যিনি স্ত্রীর সফলতা মেনে নিতে পারছেন না, নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ১৯৭৩ সালে, অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ির বিয়ের মাত্র এক মাস পর মুক্তি পায় এই ছবি এবং এটি বক্স অফিসে দারুণ ব্যবসাসফল হয়। অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের শুরুর দিকের অন্যতম হিট চলচ্চিত্র এটি। ছবি: এসএমএম অসাজা/বিবিসি

এরপর তিনি অভিনয় করেন বলিউডের অন্যতম সেরা চলচ্চিত্র 'আনন্দ'-এ। সেসময় বলিউডের সবচেয়ে বিখ্যাত তারকা রাজেশ খান্নার সাথে একই পর্দায় অভিনয় করলেও, অমিতাভের অভিনয় দক্ষতা কারো নজর এড়ায়নি। এ ছবির জন্যও সেরা পার্শ্বচরিত্রের পুরস্কার জেতেন তিনি।

তবে অমিতাভের ক্যারিয়ারের ব্যবসায়িক সফলতা আসে 'জাঞ্জির' (১৯৭৩) চলচ্চিত্রের মাধ্যমে। অমিতাভের ভাষায়- "'জাঞ্জির' আমার ক্যারিয়ারে বড় পরিবর্তন নিয়ে এসেছিল। তখনই সফলতা আমার কাছে ধরা দিয়েছিল। এই ছবিতে আমার একটি শক্তিশালী চরিত্র ছিল।" প্রকাশ মেহরার এই ছবিতেই প্রথম মধ্যবিত্ত শ্রেণীর অ্যান্টি-হিরো চরিত্রকে দেখানো হয়েছিল। একজন পুলিশ অফিসার যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন, তার এই চরিত্রকে আপন করে নিয়েছিল দর্শক।

১৯৭৯ সালে 'জুরমানা' ছবির সেটে অমিতাভ বচ্চন ও অভিনেত্রী রাখী। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ছবির প্রযোজক দেবেশ ঘোষকে। রাখী ও অমিতাভ একসঙ্গে মোট আটটি ছবি করেছিলেন, যার মধ্যে 'জুরমানা' একটি। এ ছবিতে অমিতাভ একজন প্লেবয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এবং শেষ পর্যন্ত ছবিটির নির্মাণ খুব ভালো কিছু দাঁড়ায়নি বলে মনে করেন সমালোচকেরা। ছবি: এসএমএম অসাজা/বিবিসি

'জাঞ্জির' সিনেমার সেটেই অভিনেত্রী জয়া ভাদুড়ির সাথে পরিচয় হয় তার। পরিচয় থেকে প্রেম এবং প্রেম থেকে পরিণয়। 'অভিমান' সিনেমা মুক্তির এক মাস আগেই বিয়েটা সেরে ফেলেন বলিউডের বিখ্যাত এই জুটি।

জয়া ভাদুড়িকে পরবর্তীতে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, ব্যক্তি অমিতাভের বাহ্যিক কোন বিষয়টি দেখে তিনি তার প্রেমে পড়েছিলেন? অভিনেত্রী উত্তর দিয়েছিলেন- "অমিতাভের চোখ। এটা আসলে ভাষায় ব্যাখ্যা করার মতো না... এখানে ব্যক্তিগত অনেককিছু জড়িয়ে।

১৯৯৮ সালের 'হিরো হিরালাল' সিনেমার সেটের একটি বিরল ছবি এটি। ছবির পরিচালক ছিলেন কেতন মেহতা (সর্ববামে), অভিনেত্রী সানজানা কাপুর (ডান থেকে তৃতীয়), কমেডিয়ান জনি লেভার ও প্রযোজক গুল আনন্দ (সর্বডানে)। ছবিটির প্রধান আকর্ষণ ছিলেন নাসিরুদ্দিন শাহ, যিনি একজন অটোরিকশা চালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। তার সাথে দেখা হয়ে যায় রুপা কাপুরের এবং দুজনে প্রেমে পড়েন। এ ছবিতে অমিতাভ অতিথি চরিত্রে ছিলেন। ছবি: এসএমএম অসাজা/বিবিসি

সত্তরের দশকের মাঝামাঝিতেই অমিতাভ বচ্চন নিজেকে বলিউডের সবচেয়ে প্রতাপশালী একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেন। ১৯৭৫ সালে মুক্তি পায় অমিতাভ অভিনীত চলচ্চিত্র 'শোলে', যা ব্যাপক ব্যবসাসফল হয়। সেসময় যেকোনো প্রযোজক জানতেন, অমিতাভকে ছবিতে নেওয়া মানেই তা হিট!

এ ছবিটিও আশির দশকের মাঝামাঝিতে একটি সিনেমার শ্যুটিং এর সময় তোলা। তবে সুভাষ ঘাই ও অমিতাভ বচ্চন এরপরে আর কোনো ছবিতে একসাথে কাজ করেননি। এ প্রসঙ্গে পরে সুভাষ ঘাই বলেছিলেন, “একথা ভেবে আমার দুঃখ হয় যে আমি এখনো অমিতাভ বচ্চনকে নিয়ে কাজ করতে পারিনি। আমি 'দেবা'র জন্য কাজ শুরু করেছিলাম, কিন্তু ছবিটি শেষ করতে পারিনি তা আমারই দোষ। এরপরে আর সুযোগ মেলেনি। আমি অনেকবার ভেবেছি যে অমিতাভের সাথে কাজ করবো। কিন্তু মানুষটা যখন 'অমিতাভ বচ্চন', তখন অবশ্যই তার যোগ্য একটি প্রজেক্ট ও ভালো চরিত্র নিয়েই আমাকে তার সামনে যেতে হবে।“ ছবি: এসএমএম অসাজা/বিবিসি

এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অমিতাভ বচ্চনকে। 'ডন' (১৯৭৮) সিনেমায় অভিনয়ের পর টানা দুইবার সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন অমিতাভ। যশ চোপড়ার 'ত্রিশূল' ও 'কালা পাথর' দিয়ে আবারও অ্যাংরি ইয়ং ম্যানের ভূমিকায় অবতীর্ণ হলেও তাতে কোনো সমস্যা হয়নি দর্শকদের সমাদর পেতে।

দীর্ঘ ক্যারিয়ারে অমিতাভ বচ্চন জিতেছেন অগণিত পুরস্কার ও সম্মাননা- পদ্মশ্রী, পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণ, সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসহ আরও অসংখ্য পুরস্কার রয়েছে 'বিগ বি'র ঝুলিতে।   

'কালা পাথর' ছবির একটি প্রচারণামূলক ছবিতে অমিতাভ বচ্চন। ছবি: এসএমএম অসাজা/বিবিসি
 

বলিউডে অমিতাভ বচ্চন মানেই বিশেষ কিছু। জন্মদিনেও তাই ভক্তদের সুখবরই দিয়েছেন 'বিগ বি'। অমিতাভ অভিনীত নতুন সিনেমা 'উঁচাই' এর পোস্টার প্রকাশ করা হয়েছে এবং এ ছবি মুক্তি পাবে ১১ নভেম্বর। 

এদিকে অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বলিউড তারকারা যে 'শাহেনশাহ'কে শুভেচ্ছাবার্তা ও ভালোবাসায় ভাসিয়েছেন, সে তো বলাই বাহুল্য! আশি বছর বয়সে এসেও এই ঝানু অভিনেতা দেখিয়ে দিয়েছেন যে, তার জয়রথ এখনো চলবেই... তাই অভিতাভ বচ্চনের জাদুতে বুঁদ হয়ে থাকার সুযোগ বহাল থাকছে ভক্তদের!

সূত্র: বিবিসি, ইন্ডিয়া টুডে   
 

Related Topics

টপ নিউজ

অমিতাভ বচ্চন / জন্মদিন / বলিউড ক্যারিয়ার / সংগ্রাম / অভিনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘সময় থাকতে লুফে নিন’: দ্বিতীয় পাসপোর্টের জন্য বিশ্বজুড়ে হিড়িক
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসন ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র
  • ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হলো ২৯ প্রকল্প 
    ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হলো ২৯ প্রকল্প 
  • ছবি: টিবিএস
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান, নথিপত্র তালা দিয়ে উপাচার্য ঢাকায়
  • কাতারে আল-উদেইদ বিমানঘাঁটিতে অবতরণ করছে যুক্তরাষ্ট্রের একটি বি-৫২ বোমারু বিমান। ছবি: আমেরিকান সিকিউরিটি প্রজেক্ট
    যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বন্ধ, কাতারের ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নেওয়া হচ্ছে
  • প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: টিবিএস
    চেম্বার আদালতেও আবেদন খারিজ, ঋণখেলাপিই থাকছেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

Related News

  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • নরম-গরম-ধরম
  • তারেক রহমানের জন্মদিনে নেতা-কর্মীদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার আহ্বান বিএনপির
  • ২৫০০-এর বেশি প্রধান চরিত্রে অভিনয়, জন্ম পাকিস্তানে, এখন বলিউড মাতাচ্ছে তারই চার প্রজন্ম
  • ৬০ বছরেও ট্রেন্ডি শাহরুখ খান: ৯০ দশকের এই আইকন এখনো দাপিয়ে বেড়াচ্ছেন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘সময় থাকতে লুফে নিন’: দ্বিতীয় পাসপোর্টের জন্য বিশ্বজুড়ে হিড়িক

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসন ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

3
৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হলো ২৯ প্রকল্প 
বাংলাদেশ

৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর বাতিল হলো ২৯ প্রকল্প 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান, নথিপত্র তালা দিয়ে উপাচার্য ঢাকায়

5
কাতারে আল-উদেইদ বিমানঘাঁটিতে অবতরণ করছে যুক্তরাষ্ট্রের একটি বি-৫২ বোমারু বিমান। ছবি: আমেরিকান সিকিউরিটি প্রজেক্ট
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বন্ধ, কাতারের ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নেওয়া হচ্ছে

6
প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: টিবিএস
বাংলাদেশ

চেম্বার আদালতেও আবেদন খারিজ, ঋণখেলাপিই থাকছেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net