এখনও পিকের অফিসে রয়ে গেছে শাকিরার অত্যন্ত মূল্যবান এক সম্পদ!

কলম্বিয়ান গায়িকা শাকিরা এবং স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে এই মুহূর্তে তাদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছেন। ১২ বছরের সম্পর্কচ্ছেদ করে মাসকয়েক আগে পিকের সাথে বিচ্ছেদের ঘোষণা দেন শাকিরা। শীঘ্রই সন্তানদের অভিভাবকত্ব এবং সম্পদের ভাগ-বাটোয়ারা নিয়ে আদালতেও মুখোমুখি হতে চলেছেন সাবেক এই তারকা জুটি।
অথচ এখনও নাকি পিকের অফিস, কসমসের হেডকোয়ার্টারে শাকিরার হৃদয়ের খুব কাছের কিছু জিনিস রয়ে গেছে। খবর জানিয়েছেন, প্রেস ফটোগ্রাফার জর্ডি মার্টিন।
মার্টিন বলেন, "শাকিরার গ্র্যামি অ্যাওয়ার্ডগুলো এখনও সেখানে সাজানো আছে, যা পিকে তাকে ফিরিয়ে দেননি।"
ব্যাপারটি নিশ্চয়ই পিকের বর্তমান প্রেমিকা ক্লারা চিয়া মার্টির জন্য সুখকর নয়! ক্লারা কসমসের ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে নিয়োজিত, ফলে তাকে এই অ্যাওয়ার্ডগুলো প্রতিদিন দেখতে হয়!
মোট ১৫টি অ্যাওয়ার্ড রয়েছে সেখানে যা শাকিরা নিশ্চিতভাবে কখনোই হাতছাড়া করতে চাইবেন না।
শোনা যাচ্ছে, শাকিরা নাকি মিয়ামিতে চলে যেতে চান যেন স্পেনে থেকে যে হয়রানির শিকার হচ্ছেন তা এড়াতে পারেন।
একই সাংবাদিক আরও জানিয়েছেন, শাকিরার সন্তানদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার চুক্তিতে স্বাক্ষর করতে পারেন বার্সেলোনা ডিফেন্ডার। তবে এর বিনিময়ে সন্তানদেরকে দেখতে প্রথম শ্রেণীর টিকিটের প্যাকেজ এবং ৪ লাখ ডলার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
এছাড়াও পিকে-শাকিরার যেসব সম্পদের মালিকানার লড়াই আদালত পর্যন্ত গড়াবে তার মধ্যে রয়েছে তাদের ব্যক্তিগত বিমান। ২০১০ সালে ২০ মিলিয়ন ইউরোর বিমানটি একত্রে কেনেন এই জুটি।
পরে এর ভেতর আরও সংস্কার করা হয়। ১০ জন যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন বিমানটির অধিকার দুই পক্ষের কেউই নাকি ছাড়তে চাচ্ছেন না।
- সূত্র- মার্কা ডট কম