গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকলে ন্যাটো ‘আরও দুর্দান্ত’ হবে: ট্রাম্প
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের 'হাতে' থাকা ছাড়া অন্য কিছু 'অগ্রহণযোগ্য'। হোয়াইট হাউসে এই ইস্যুতে বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এমন কড়া বার্তা দিলেন। ডেনমার্কের এই ভূখণ্ডটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে চান তিনি।
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, 'জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। আমরা যে 'গোল্ডেন ডোম' তৈরি করছি, তার জন্য এটি অত্যন্ত জরুরি। এটি পেতে ন্যাটোর উচিত আমাদের পথ দেখানো।'
তিনি আরও যোগ করেন, 'গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকলে ন্যাটো অনেক বেশি দুর্দান্ত ও কার্যকর হবে। এর চেয়ে কম কোনো কিছুই গ্রহণযোগ্য নয়।'
ট্রাম্পের কয়েক সপ্তাহের হুমকির পর বুধবার দিনের শেষভাগে হোয়াইট হাউসে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় বসবেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা।
