ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের
রোববার কলম্বিয়া সরকারের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কলম্বিয়ায় এ ধরনের একটি অভিযান পরিচালনা করা তার কাছে 'যুক্তিযুক্ত' মনে হচ্ছে।
এয়ার ফোর্স ওয়ান-এ সংবাদকর্মীদের ট্রাম্প বলেন, 'কলম্বিয়াও এখন খুব নাজুক অবস্থায় আছে। দেশটি এমন একজন বিকারগ্রস্ত মানুষ চালাচ্ছেন, যিনি কোকেন উৎপাদন করে তা যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন। তবে তিনি খুব বেশিদিন আর এই কাজ চালিয়ে যেতে পারবেন না।' এখানে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর দিকেই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।
একইসঙ্গে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, কিউবার বর্তমান সরকারও খুব শিগগিরই পতনের মুখে পড়তে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র দেশটিতে সরাসরি সামরিক অভিযান চালাবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এটি আমার কাছে ভালো প্রস্তাব বলেই মনে হচ্ছে।'
তবে কিউবায় মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ, ট্রাম্পের মতে, দেশটি এমনিতেই ভেঙে পড়ার দ্বারপ্রান্তে আছে।
তিনি বলেন, 'কিউবা এখন পতনের জন্য তৈরি। দেখে মনে হচ্ছে যেকোনো তাদের পতন হবে। আমি জানি না তারা আর কতদিন টিকে থাকতে পারবে; কারণ কিউবার এখন কোনো আয় নেই। তাদের আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলা—ভেনেজুয়েলার তেল।
'এখন আর তারা সেটা পাচ্ছে না। কিউবা আক্ষরিক অর্থেই পতনের দ্বারপ্রান্তে। আর প্রচুর কিউবান আমেরিকান এজন্য খুশি।'
সম্প্রতি এক অভিযান চালিয়ে কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সস্ত্রীক আটক করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলম্বিয়া সম্পর্কে ট্রাম্পের এই কড়া মন্তব্য সামনে এল।
