চোখ বাঁধা, হাতকড়া পরা ছবির পর মাদুরোর নতুন ভিডিও প্রকাশ
শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটি ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ছবি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরোকে আটক করার কয়েক ঘণ্টা পর একটি মার্কিন যুদ্ধজাহাজে ছবিটি তোলা হয়।
ছবিতে ধূসর রঙের সোয়েটশার্ট ও সোয়েটপ্যান্ট পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। তার চোখ বাঁধা এবং হাতে হাতকড়া। তার ডান হাতে একটি পানির বোতল ধরা ছিল।
ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, 'ইউএসএস ইও জিমা জাহাজে নিকোলাস মাদুরো।' ফ্লোরিডায় নিজের রিসর্ট মার-আ-লাগো থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কয়েক মিনিট আগে তিনি এই ছবিটি পোস্ট করেন। ভাষণে তিনি ঘোষণা করেন, আমেরিকা এখন থেকে ভেনেজুয়েলা 'চালাবে'।
ইউএসএস ইও জিমা হলো একটি উভচর যুদ্ধজাহাজ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবিয়ান সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর মধ্যে এটি অন্যতম। অক্টোবরে একটি মার্কিন নৌযানে হামলার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের এই জাহাজেই উদ্ধার করে আনা হয়েছিল।
ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে হেলিকপ্টারে করে ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'বেশ সুন্দর একটা ফ্লাইট ছিল। আমি নিশ্চিত তারা এটা উপভোগ করেছেন। তবে তারা প্রচুর মানুষকে হত্যা করেছেন।'
শনিবার মাদুরো ও তার স্ত্রীকে নিয়ে নিউইয়র্কের পথে রওনা দেওয়া হয়। সেখানে তাদের বিরুদ্ধে 'নার্কো-টেররিজম' (মাদক-সন্ত্রাসবাদ) ও কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগে বিচার করা হবে।
চোখ বাঁধা এবং হাতকড়া পরা অবস্থায় মাদুরোর ছবিটি ছিল আটকের পর এই নেতার প্রকাশিত প্রথম ছবি। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রী এখনো বেঁচে আছেন কি না—তার প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চাওয়ার কয়েক ঘণ্টা পরই এই ছবিটি প্রকাশ করা হয়।
ট্রাম্প জানান, তিনি ও তার দল সরাসরি ভিডিও ফিডের মাধ্যমে এই অভিযান পর্যবেক্ষণ করেছেন। পরে তিনি নিজের এবং মন্ত্রিসভার অন্য জ্যেষ্ঠ সদস্যদের ছবিও পোস্ট করেন, যেখানে তাদের সরাসরি অভিযানটি দেখতে দেখা যায়। ওই ছবিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উপস্থিত ছিলেন।
ছবির প্রকাশের পর নিউইয়র্কে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) সদর দপ্তরের ভেতরে মাদুরোকে নিয়ে যাওয়ার একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ডিইএ কর্মকর্তারা তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন।
হোয়াইট হাউসের 'র্যাপিড রেসপন্স ৪৭' অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি পোস্ট করা হয়। এতে লোয়ার ম্যানহাটনে ডিইএ অফিসের ভেতরে মাদুরোকে হাঁটিয়ে নিয়ে যেতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ৬৩ বছর বয়সি এই নেতা কালো রঙের সোয়েটশার্ট পরে আছেন, তার হাতে হাতকড়া। 'ডিইএ এনওয়াইডি' লেখা সংবলিত নীল কার্পেট বিছানো একটি করিডর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এ সময় তাকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে 'গুড নাইট' ও 'হ্যাপি নিউ ইয়ার' বলতেও শোনা যায়।
অন্য একটি ভিডিওতে মাদুরোকে যুক্তরাষ্ট্রের মাটিতে নামতে দেখা গেছে। শনিবার সন্ধ্যায় প্রথমে তাকে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখান থেকে নিউইয়র্ক সিটিতে স্থানান্তর করা হয়।
