যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডকে গুলি: অভিযুক্ত আফগান নাগরিক সাবেক সিআইএ সহযোগী
গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে দায়িত্বরত দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়। এ ঘটনায় সারাহ বেকস্ট্রম নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।
এদিকে, হামলার অভিযোগে অভিযুক্ত আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়াল একসময় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
হোয়াইট হাউস থেকে মাত্র কয়েকটি ব্লক দূরে খুব কাছ থেকে গুলি করা হয় ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম এবং ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফকে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলেও সারাহ মারা যান। অ্যান্ড্রু উলফ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মার্কিন কর্মকর্তারা বলছেন, তাদের 'নিশানা করে গুলি করা হয়েছিল।'
তারা জানান, অভিযুক্ত রহমানউল্লাহ লাকানওয়াল নামের ওই ব্যক্তি হামলার উদ্দেশ্যে পশ্চিম উপকূল থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে ওয়াশিংটনে আসেন। গত বুধবার বিকেলে তিনি ন্যাশনাল গার্ডের দুই ওয়েস্ট ভার্জিনিয়া সদস্যের ওপর অতর্কিত হামলা চালান।
এছাড়াও, তালেবানের ক্ষমতা দখলের আগে কাবুল বিমানবন্দরে মার্কিন বাহিনীকে পাহারা দিতে সাহায্য করেছিলেন রহমানউল্লাহ। আফগানিস্তানে সিআইএ সহযোগী হিসেবে 'স্করপিয়ন ফোর্সেস' নামের একটি ইউনিটে তিনি কাজ করতেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বাইডেন প্রশাসনের চালু করা বিশেষ অভিবাসন কর্মসূচি 'অপারেশন অ্যালাইজ ওয়েলকাম'-এর আওতায় ২০২১ সালে রহমানউল্লাহ যুক্তরাষ্ট্রে আসেন।
তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যেসব আফগান দেশ থেকে পালিয়ে যান, তাদের সাহায্য করতে 'অপারেশন অ্যালাইজ ওয়েলকাম' তৈরি করা হয়।
পালিয়ে যাওয়া আফগানদের অনেকেই মার্কিন সেনাদের সঙ্গে দোভাষী, গাড়িচালক বা সহায়ককর্মী হিসেবে কাজ করেছিলেন। তালেবান ক্ষমতায় আসার পর তাদের ভয় ছিল, তারা লক্ষ্যবস্তু হতে পারেন। মার্কিন কংগ্রেসের এক হিসাব অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৭৬ হাজার আফগানকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।
মানবিক কারণে প্যারোলে প্রবেশের পর তিনি ২০২৪ সালে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। সিবিএস-এর খবর অনুযায়ী, ট্রাম্প ক্ষমতায় আসার পর চলতি বছরের শুরুর দিকে তার সেই আবেদন মঞ্জুর হয়। তবে, গ্রিন কার্ডের আবেদন এখনও ঝুলে আছে।
সিআইএ পরিচালক এই বিষয়ে বলেন, কান্দাহারে সহযোগী বাহিনীর সদস্য হিসেবে সিআইএ সহ মার্কিন সরকারের সঙ্গে তার পূর্বের কাজের অভিজ্ঞতার কারণেই বাইডেন প্রশাসন তাকে যুক্তরাষ্ট্রে এনেছিল।
গুলি চালানোর পর ঘটনাস্থলে থাকা ন্যাশনাল গার্ডের অন্য সদস্যরা রহমানউল্লাহকে গুলি করে আটক করে। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বিরুদ্ধে সশস্ত্র অবস্থায় হত্যার উদ্দেশ্যে হামলা সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাকে এক দশকেরও বেশি সময় কারাগারে কাটাতে হতে পারে।
এই ঘটনাকে প্রেসিডেন্ট ট্রাম্প 'সন্ত্রাসী কাজ' হিসেবে অভিহিত করেছেন। ঘটনার পরপরই তিনি এমন যেকোনো বিদেশি ব্যক্তিকে 'যারা এখানে থাকার যোগ্য নয়' তাদের দেশ থেকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
বুধবার আফগানদের কাছ থেকে আসা সমস্ত অভিবাসন আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের 'এখন বাইডেনের অধীনে আফগানিস্তান থেকে আমাদের দেশে প্রবেশ করা প্রতিটি বিদেশিকে পুনরায় খতিয়ে দেখতে হবে।'
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি অংশ ন্যাশনাল গার্ড। কোনো অঙ্গরাজ্যের গভর্নর ও দেশের প্রেসিডেন্ট, দুজনের অধীনেই কাজ করে এই বাহিনী। ন্যাশনাল গার্ডের সদস্যরা মার্কিন সেনাবাহিনী ও বিমানবাহিনীর রিজার্ভ (সংরক্ষিত) সেনাদের অংশ।
যুক্তরাষ্ট্রে খণ্ডকালীন ভিত্তিতে কাজ করেন ন্যাশনাল গার্ডের সদস্যরা। যুদ্ধ বা সহায়তা অভিযানের পাশাপাশি, সাধারণত যুক্তরাষ্ট্রের ভেতরে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় কাজ করে ন্যাশনাল গার্ড।
হামলায় নিহত সারাহ বেকস্ট্রম ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। আমেরিকান থ্যাঙ্কসগিভিং ছুটির সময় তিনি স্বেচ্ছায় দেশের রাজধানীতে কাজ করার জন্য এসেছিলেন। তার মৃত্যুতে ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস গভীর শোক প্রকাশ করেছেন।
