যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডকে গুলি: অভিযুক্ত আফগান নাগরিক সাবেক সিআইএ সহযোগী

হোয়াইট হাউস থেকে মাত্র কয়েকটি ব্লক দূরে খুব কাছ থেকে গুলি করা হয় ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম এবং ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফকে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলেও সারাহ মারা যান।